এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৬ এপ্রিল : মাত্র ২০ মাস আগে আফগানিস্তান দখল করেছে সন্ত্রাসবাদী সংগঠন তালিবান । তার মধ্যেই দেশকে পুরোপুরি শরিয়া ধাঁচে গড়ে তুলতে একের পর এক ফতোয়া জারি করা হয়েছে । সবচেয়ে বেশি তালিবানি ফতোয়ার মুখে পড়তে হয়েছে আফগান মহিলাদের । এবার “শিক্ষা প্রতিষ্ঠানে ইউনিফর্ম বিল” নামে নতুন একটি ফতোয়া জারি করেছে ওই কট্টর ইসলামি সংগঠনটি । সেই বিলে বলা হয়েছে ইসলামি রীতিনীতি মোতাবেক কি ধরনের পোশাক পরা উচিত পড়ুয়াদের । তালিবানের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাঁচটি অধ্যায় এবং ১৩ টি নিবন্ধে তৈরি করা এই নির্দেশিকা বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে ।
নির্দেশিকায় সরকারি ও বেসরকারি স্কুলের পুরুষ ও মহিলা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কি ধরনের পোশাক পরে আসতে হবে তা বলা হয়েছে । নির্দেশিকা অনুসারে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা শ্রেণিকক্ষে ধর্মীয় পণ্ডিতদের মতো শার্ট এবং পাগড়ি পরবেন এবং মহিলা শিক্ষকদেরও শরিয়া মান অনুযায়ী শার্ট, পাগড়ি এবং বোরখা পরতে হবে। প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রীদের অবশ্যই ক্রিম রঙের শার্ট এবং সাদা বোরখাসহ পাগড়ি পরতে হবে । শার্টের দৈর্ঘ্য হবে হাঁটুর নিচে । যদিও তালিবানরা ষষ্ঠ শ্রেণির উপরে ছাত্রীদের জন্য স্কুলের দরজা বন্ধ করে দিয়েছে, তবুও এই নির্দেশনায় তারা ষষ্ঠ শ্রেণির উর্ধে ছাত্রীদের কালো রঙের শার্ট এবং কালো চাদরের সাথে পাগড়ি এবং স্টিল রঙের টুপি পরে আসার ফতোয়া জারি করেছে।
এছাড়া প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ছাত্রদের জন্য আকাশি রঙের শার্ট ও পাগড়ি বা ইসলামি স্কাল টুপি পরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ষষ্ঠ শ্রেণির ওপরের ছাত্রদের শার্ট, পাগড়ি ও রুমাল ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে । ছেলেদের স্কুলে সারান্দো দলের ইউনিফর্ম হল মটর রঙের শার্ট, পাগড়ি,কালো বুট এবং মেয়েদের স্কুলে ছাত্রীদের ইউনিফর্ম একই রঙের বলে বলা হয়েছে ।
এদিকে দারিদ্র ক্লিষ্ট আফগানিস্তানের সাধারণ মানুষ তালিবানের নতুন এই ড্রেস কোড নিয়ে চিন্তায় পড়ে গেছেন । কারন পরিবারের সদস্যদের মুখে দু’বেলা দু’মুঠো আহার তুলে দেওয়ার জন্য তাদের হিমসিম খেতে হচ্ছে । এমতবস্থায় পরিবারের পড়ুয়াদের স্কুলের ইউনিফর্ম কিভাবে কিনবেন তা নিয়ে দুঃশ্চিতার মধ্যে রয়েছেন অবিভাবকরা । যদিও এখোন পর্যন্ত স্কুল পড়ুয়াদের নতুন পোশাক বিধি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তালিবান ।।