এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ মার্চ : কোচবিহারের দিনহাটায় দলীয় নেতার রহস্যমৃত্যুর ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল পূর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা নেতৃত্ব । বৃহস্পতিবার দুপুরে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি । উপস্থিত ছিলেন সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ,কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী শ্যামা মজুমদার, রাজস্থানের জয়পুরের ডেপুটি মেয়র মনীষ পারেখ, রাজস্থান যুবমোর্চার সম্পাদক সুমিত আগরওয়ালসহ শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক ।
বুধবার সকালে কোচবিহারের দিনহাটার পশু হাসপাতালের বারান্দায় অমিত সরকার নামে স্থানীয় এক বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । অমিতবাবু বিজেপি-র মণ্ডল সভাপতি ছিলেন । এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । শাসকদল তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয় বিজেপি ।
এই ঘটনার প্রতিবাদে এদিন পথে নামে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা নেতৃত্ব । এদিন দুপুরে কাটোয়া শহরের স্টেশন বাজার থেকে মিছিল করে কাটোয়া মহকুমা দপ্তরের সামনে এসে জমায়েত হয় শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক । হাতে প্লাকেট নিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে রাস্তায় বসে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা । শুরু হয় তুমুল বিক্ষোভ । প্রায় ঘন্টা দেড়েক ধরে চলে বিক্ষোভ প্রদর্শন ।
বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, ‘বাংলার দিদি ভয় পেয়েছেন । তাঁর ভাইয়েরা বুঝতে পেরেছেন তাদের পায়ের তলায় আর মাটি নেই । তাই গত বুধবার ফের আমাদের এক কর্মীকে খুন করল । দিনহাটায় আমাদের মণ্ডল সভাপতি অমিত সরকারকে খুন করে ঝুলিয়ে দিল তৃণমূলের দুষ্কৃতিরা । কিন্তু এভাবে বিজেপিকে রোখা যাবে না । আর বিজেপি কর্মীদের বলিদান ব্যার্থ হবে না । এই খুনি সরকারকে সরিয়ে রাজ্যের মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবে । তারপর রাজ্যে প্রতিষ্ঠা হবে গনতন্ত্রের । ফিরবে সুশাসন ।’।