এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৫ এপ্রিল : এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি । পাশাপাশি বিশ্বের শীর্ষ-১০ ধনী ব্যক্তির তালিকায় নবম স্থানে রয়েছেন তিনি । ফোর্বস চলতি বছরের বিলিয়নেয়ারদের তালিকা ঘোষণা করেছে । ওই তালিকা অনুযায়ী, হিন্ডেনবার্গের প্রতিবেদনের আগে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তির তালিকায় থাকা গৌতম আদানি ২৪ নম্বরে পৌঁছে গেছেন । তাঁর মোট সম্পদ ছিল ১২৬ বিলিয়ন ডলার । কিন্তু বর্তমানে আদানির সম্পদের পরিমান নেমে এসেছে ৪৭.২ বিলিয়ন ডলারে ।
অন্যদিকে ৬৫ বর্ষীয় মুকেশ আম্বানি গত বছর ৯০.৭ বিলিয়ন ডলারের আনুমানিক সম্পদের সাথে তালিকায় ১০ তম স্থানে ছিলেন । চলতি বছরে তাঁর মোট সম্পদ ৮৩.৪ বিলিয়ন ডলার । ফোর্বসের মতে, আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ২০২২ সালে ১০০ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব আয় করা প্রথম ভারতীয় কোম্পানি হয়ে উঠেছে । মুকেশ আম্বানি মাইক্রোসফটের স্টিভ বালমার, গুগলের ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন, ফেসবুকের মার্ক জুকারবার্গ এবং ডেল টেকনোলজিসের মাইকেল ডেলের থেকে এগিয়ে রয়েছেন । সম্প্রতি প্রকাশিত রিচ লিস্টের তথ্যে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল বিশ্বের শীর্ষ-২৫ বিলিয়নেয়ারদের মোট সম্পদের পরিমাণ চলতি বছরে এখন পর্যন্ত কমেছে ।
মুকেশ আম্বানির পর ভারতের দ্বিতীয় ধনীর তালিকায় রয়েছেন গৌতম আদানি । আইটি জায়ান্ট এইচসিএল-এর শিব নাদার ভারতীয় বিলিয়নেয়ারদের নতুন তালিকার তৃতীয় স্থানে রয়েছে । তাঁর সম্পদের পরিমান ২৫.৬ বিলিয়ন ডলার । চতুর্থ স্থানে রয়েছেন ভ্যাকসিন রাজা হিসেবে পরিচিত সাইরাস পুনাওয়ালা । ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তল রয়েছেন পঞ্চম স্থানে । ষষ্ঠ স্থানে রয়েছেন ওপি জিন্দাল গ্রুপের সাবিত্রী জিন্দাল । সপ্তম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে সান ফার্মার দিলীপ সাঙ্ঘভি,মার্ট রাধাকৃষ্ণ দামানি,কুমার মঙ্গলম বিড়লা এবং উদয় কোটক ।।