দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ এপ্রিল : চারচাকা গাড়িতে চড়ে ঘুরে ঘুরে মোবাইল টাওয়ারের জেনারেটরের ডিজেল চুরি করতে বেড়িয়েছিল দুই বন্ধু । মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভুমশোর গ্রামের কাছে একটি মোবাইল টাওয়ারের ডিজেল চুরির মতলব করেছিল তারা । কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে । পুলিশ জানিয়েছে, ধৃতরা হল বর্ধমান থানার হটুদেওয়ান পীরতলা এলাকার বাসিন্দা শেখ আসাদুল(২৬) ও শেখ মিলন(২৫) । তিনটি জার মিলে মোট ৮০ লিটার ডিজেল সহ একটি সুইফট ডিজার গাড়ি আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভাতার থানার ওসি অরুণ কুমার সোম । বুধবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠিয়েছে পুলিশ ।
বামশোর ও ভুমশোর গ্রামের মাঝামাঝি এলাকায় রয়েছে একটি বেসরকারি কোম্পানির মোবাইল টাওয়ারটি । কিছুটা দুরেরই রয়েছে জনবসতি । আপাত নির্জন এলাকার ওই টাওয়ারটাকে টার্গেট করেছিল দুই ডিজেল চোর । পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে মোবাইল টাওয়ারে কাছে ওই দু’জন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল আর মাঝেমধ্যে নিজেদের মধ্যে ফিসফাস করে কথা বলছিল । কিছুটা পাশেই দাঁড় করানো ছিল একটি নীল রঙের সুইফট ডিজার গাড়ি । এদিকে খবর পেয়ে ভাতার থানার পুলিশের একটা দল সেখানে হানা দেয় । পুলিশকে দেখেই তারা গাড়িতে চড়ে পালানোর মতলব করে । কিন্তু পুলিশ তাদের ধরে ফেলে । তারপর গাড়িটিতে তল্লাশি চালাতেই চুরি করা ৮০ লিটার ডিজেল উদ্ধার হয় ।
পুলিশ জানিয়েছে,যে গাড়িটি চড়ে ধৃতরা এসেছিল সেটি বর্ধমান শহরের জনৈক এক ব্যক্তির । ধৃতদের মধ্যে একজন ওই গাড়ির চালক । অন্যজন তার বন্ধু । সারাদিন গাড়ি ভাড়ায় খাটানোর রাতে দুই বন্ধু মিলে এলাকায় ঘুরে ঘুরে মোবাইল টাওয়ারের জেনারেটরের ডিজেল চুরি করে বেড়াতো বলে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে পুলিশ ।।