পলাশ:-রাগ কমলে ফোন করিস।
আমি থাকবো তোর অপেক্ষায়। হাতে নিয়ে ফোন দেখবো বারে বার কখন বাজবে তোর টেলিফোন। আমি আছি অপেক্ষায়।
করবো না আমি ফোন, তুই ভীষণ রাগ করিস আমার ফোন পেলে। না হয় আমি একটু করি খুনসুটি তাবলে তো ঝগড়া করিনা।
মালা:- করবো না আমি ও ফোন। বার বার কেন তুই ভুল করিস! শুধু শুধু চুলটা ধরে টুকুস করে টেনে পালাস, লাগে না বুঝি। যা আমি ভীষন রেগে আছি।
পলাশ:-বেশ তো রাগ কমলেই নয় ফোন করিস। জানিস তো তোর ওই খসখসে গলা , মুখ বেঁকিয়ে কথা বলা না শুনলে ভালো লাগে বল।
মালা:- ওই আবার বাজে বকছিস। দাঁড়া তোকে সামনে পেলে আস্ত খাবো।
পলাশ:- আরে তুই আমার মিষ্টি বন্ধু। তোকে খেপাতে মজা লাগে। বড় অবুঝ তুই। বুঝবি না তুই মনের কথা । বড় ইচ্ছে করে প্রতি মুহূর্তে তোর অপেক্ষা করতে ।
তুই তো অন্য কারো অপেক্ষায় আছিস, আর আমি শুধু তোর অপেক্ষায়। কষ্ট হয় তবুও তোকে কাঁদিয়ে নিজের কাছে রাখতে ইচ্ছে করে।
রাগ কমলে ফোন করিস। আমি আছি একটু তোর মিষ্টি গলা শোনার আশায় ।।