এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৫ মার্চ : বুধবার ছিল মুখ্যমন্ত্রীর জনসভা । সভার পর মাঠ জুড়ে প্লাস্টিকের গ্লাস,ভাঁড়,কাগজের প্যাকেট, পলিব্যাগ প্রভৃতি আবর্জনা পড়েছিল ৷ এই দেখে বৃহস্পতিবার মাঠ পরিষ্কারের উদ্যোগ নিলেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ । শুধু উদ্যোগ নেওয়াই নয় দলীয় কর্মীদের সঙ্গে রীতিমত ঝাঁটা হাতে মাঠ পরিষ্কারে নেমে পড়েন তিনি ।
দলীয় প্রার্থী অর্চিতা বিদের সমর্থনে গত বুধবার দুপুর বিষ্ণুপুর শহরের বিএসএসএ স্টেডিয়ামে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই সভায় প্রচুর জন সমাগম হয়েছিল বলে জানা গেছে৷ স্বভাবতই মাঠ জুড়ে পড়েছিল জনসভায় আগত মানুষের ফেলে দেওয়া প্লাস্টিক ও কাগজের বিভিন্ন সামগ্রী । সভা শেষে এদিন মাঠটিকে আবর্জনামুক্ত করতে উদ্যোগী হন তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ । মাঠ পরিষ্কার হওয়ার পরেই প্রচার শুরু করেন তিনি ।
অর্চিতা বিদ বলেন, ‘নেত্রীর সভার পর মাঠ জুড়ে আবর্জনা পড়ে ছিল । তাই এদিন ওই আবর্জনা পরিস্কারের কাজে আমরা হাত লাগাই । এটা আমাদের দায়িত্ব ।’ অন্যদিকে পুরো বিষয়টিকে নাটক ও প্রচারে আসার চেষ্টা বলে কটাক্ষ করেছেন বিষ্ণুপুর নগর মণ্ডল সভাপতি উত্তম সরকার ।।