এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ এপ্রিল : হাওড়ায় রামনবমীর শোভাযাত্রা ঘিরে সাম্প্রদায়িক হিংসার জন্য সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ি করলেন পীরজাদা নাজমসু সাহাদাত । ওই ঘটনাকে মুখ্যমন্ত্রীর “ষড়যন্ত্র” বলে বিস্ফোরক দাবি করেছেন তিনি । এসএসটিভি পাবলিক নামে একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল পীরজাদা নাজমসু সাহাদাতের একটি সাক্ষাৎকারের ভিডিও দিন দুয়েক আগে পোস্ট করা হয় । সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধুনো করেন তিনি ।
হাওড়ায় রামনবমীর দিন দুই সম্প্রদায়ের হিংসা প্রসঙ্গে পীরজাদা নাজমসু সাহাদাত বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে এটা । এটা ওনার সাজানো কৌশল । যদি সিবিআই সঠিক তদন্ত করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ধনে তার নেতারাই যে এই কাজ করিয়েছ তা স্পষ্ট হয়ে যাবে । সামনে পঞ্চায়েত ভোট, হিন্দু-মুসলমান করিয়ে দিতে চাইছেন ।’ তিনি বলেন,’যখন থেকে আমি দেখেছি এই ধরনের একটা ঘটনা ঘটেছে, তখনই আমার মাথায় এসেছে যে এটা মুখ্যমন্ত্রীর ষড়যন্ত্র । মানে উনি ‘সাপ হয়ে কামড়াচ্ছেন আর ওঝা হয়ে ঝাড়ছেন’ ।’
মুখ্যমন্ত্রীর ধর্ণাকে কটাক্ষ করে পীরজাদা নাজমসু সাহাদাত বলেন,’ধর্ণা মঞ্চে কাজ তো কিছু নেই, একটা ফন্দি এঁটেছেন কিভাবে হিন্দু মুসলিম করে দেওয়া যায় । কারন মুসলমানরা তো সাগরদিঘি থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । সমস্ত রকম দূর্নীতি,চুরি,নওসাদ ভাইকে মারা, আনিস খানকে খুনের পর মুসলমানরা মুখ ফিরিয়ে নিয়েছে ।’ তিনি বলেন,’আর তাছাড়া উনি বলছেন রোজা চলছে তাই মুসলমানরা অশান্তি করবে না । মানে বাকিরা অশান্তি করবে? কি বোঝাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উনি কি করতে চাইছেন? আসলে রোজা চলছে আর এই সূযোগে উনি মুসলমানদের কাছে হিরো সাজবেন । আমার মাথায় যখন এসেছে তখন বাকি মুসলমানরাও বুঝতে পারছে যে এটা(হাওড়ার দাঙ্গা) মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সাজানো কৌশল । মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এটা । মমতা বন্দ্যোপাধ্যায়ই এটার মূল নায়ক ।’
পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন,’আনিস খানকে খুন করল কারা ? আনিস খানের খুনিরা -আইপিএস অফিসার, নেতারা বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে । তাদের কোনো সাজা হয়েছে ? বীরভূমে গনহত্যার কোনো সাজা হল? নওসাদকে যারা মারলো তারা বুক ঠুকে ঘুরছে । তাদের কোনো সাজা হয়েছে ? তাহলে হঠাৎ মমতার এই প্রেম জাগলো কেন যে রোজার সময় মুসলমানরা অশান্তি করবে না বাকি সব অশান্তি করবে ? বসে বসে তো ফন্দি আঁটছেন । কাজ তো কিছু নেই ।’ তাঁর কথায়, ‘এই কারনেই সাগরদিঘিতে মমতাকে ঝেঁটিয়ে বিদায় করেছে । যেখানে শাসকদল ক্ষমতায়, সেখানে কি কেউ হারে ?’