এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ এপ্রিল : পাকিস্তানের মানুষ এবার বুঝতে পারছে ভারত ভাগ একটা ভুল সিদ্ধান্ত ছিল। এখন সবাই বলছে এটা একটা ভুল ।’ কিশোর বিপ্লবী হেমু কালানির জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার নয়াদিল্লির একটি অনুষ্ঠানে একথা বলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত । দেশের বিভিন্ন প্রান্তের সিন্ধিরা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
পাকিস্তানের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে ভাগবত বলেন,’যারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা কি এখনো সুখী? সেখানকার মানুষ এখন ভুগছে ।’ পাশাপাশি দুই দেশের মধ্যে বিবাদের কথা উল্লেখ করে তিনি বলেন,’ভারত এমন একটি সংস্কৃতির অন্তর্গত নয় যা অন্যদের উপর আক্রমণের মত পোষণ করে । আমিও বলবো না যে ভারত পাকিস্তানকে আক্রমণ করুক। একদমই না,আমরা সেই সংস্কৃতির অন্তর্গত নই যা অন্যদের উপর আক্রমণের আহ্বান জানায় । তবে আমরা সেই সংস্কৃতি থেকে এসেছি যা আত্মরক্ষায় উপযুক্ত জবাব দেয় ।’
মোহন ভাগবত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী শিবিরগুলিতে সার্জিক্যাল স্ট্রাইকের কথা উল্লেখ করে বলেছেন,’আমরা এটি করি এবং আমরা এটি চালিয়েও যাবো ।’ তিনি পাকিস্থান থেকে পালিয়ে আসা সিন্ধি সম্প্রদায়ের মানুষদের স্বাগত জানিয়ে বলেছেন,’আপনারা সমৃদ্ধ সিন্ধু সংস্কৃতি এবং মূল্যবোধের জন্য সেই ভারত থেকে এই ভারতে এসেছেন ।’।