এইদিন ওয়েবডেস্ক,হেরাত,০৩ এপ্রিল : গানের দোকান,গেমিং সেন্টার,ইন্টারনেট ক্যাফেকে “হারাম” তকমা দিয়ে আফগানিস্তানের পশ্চিম হেরাত প্রদেশের ওই সমস্ত দোকান বন্ধ করার নির্দেশ দিয়েছে তালিবান । হেরাত প্রদেশের অডিও-ভিজ্যুয়াল ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন যে বিধিনিষেধের কারণে বিপুল সংখ্যক লোক তাদের চাকরি হারিয়েছে এবং তালিবানের পাপ ও পুণ্য (Sin and virtue) বিভাগ দ্বারা তাদের ব্যবসা বন্ধ করতে বাধ্য হওয়ার পরে তাদের কোটি কোটি টাকার লোকসানের মুখে পড়তে হয়েছে ।
অডিও-ভিজ্যুয়াল ইউনিয়নের আইনজীবী ওয়াকিল আহমদ সাফি বলেছেন, হেরাত শহর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে ৩৫০ জনেরও বেশি লোক ইউনিয়নের ছত্রছায়ায় কাজ করত । এখন দোকান বন্ধ করার ফলে তাদের চুড়ান্ত আর্থিক সঙ্কটের মুখে পড়তে হয়েছে ।’ গোটা আফগানিস্তান জুড়ে ১ থেকে ৫ লাখ ক্যাসেট এবং ডিভিডির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান ।
নাম প্রকাশে অনিচ্ছুক হেরাত শহরের জনৈক এক দোকানদারের কথায়, তালিবানের পাপ ও পুণ্য বিভাগ নির্দেশ দিয়েছে শুধুমাত্র ধর্মীয় বিষয়বস্তু সহ ক্যাসেট, সিডি এবং ডিভিডি বিক্রি করার জন্য । বিনোদনমূলক কিছু বিক্রি করলেই কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালিবান । তার মতে, নতুন বিধিনিষেধ তাদের আর্থিকভাবে পঙ্গু করে দিয়েছে এবং ২০০১ সাল থেকে তিলে তিলে তৈরি করা ব্যবসা এক ঝটকায় সব শেষ করে দেওয়া হয়েছে ।
হেরাতের একজন সিডি এবং ডিভিডি বিক্রেতা সৈয়দ হানিফ জামি বলেন,’আমি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ক্যাসেট এবং সিডি বিক্রি করে পরিবার চালাচ্ছি । কিন্তু তালিবান বলছে আমার দোকান নাকি শরিয়ত বিরোধী,তাই দোকান বন্ধ করে দিতে হবে । ফলে আমার প্রায় ৪ লাখ আফগানি মূদ্রার সিডি এবং ডিভিডি সরিয়ে ফেলতে হয়েছে । এই বিপূল অঙ্কের ক্ষতিপূরণ করার সামর্থ্য আমার নেই । এখন তালিবানের এই বিধিনিষেধের কারনে পরিবার নিয়ে আমায় পথে বসতে হবে ।’
এদিকে দোকানদাররা জানিয়েছেন যদি তালিবানরা বিধিনিষেধ আরোপ অব্যাহত রাখে তবে তারা প্রতিবেশী দেশে কাজ খুঁজতে অবৈধ পথে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবেন । তবে শুধু সিডি এবং ডিভিডির দোকানই নয়,হেরাত প্রদেশের গেমিং ক্যাফেগুলিকেও “ইসলামী শরিয়া বিরোধী” তকমা দিয়ে বন্ধ করে দিয়েছে তালিবান । হেরাতের ভাইস অ্যান্ড ওয়ার্চ্যুট ডিরেক্টরেট গেমিং ক্যাফেগুলির লাইসেন্স স্থগিত করেছে, এই ক্যাফেগুলির মালিকদের কয়েক লাখ আফগানী মূদ্রা ক্ষতির মুখে পড়তে হয়েছে । হেরাত শহরের একটি গেমিং ক্যাফের মালিক মোহাম্মদ সেলিম নওরোজি বলেছেন যে আমি কয়েকজনের সঙ্গে যৌথভাবে গেমিং ক্যাফে খুলেছিলাম । তালিবানের সমস্ত নির্দেশনা মেনে চলা সত্ত্বেও ভাইস অ্যান্ড ভার্চু ডিরেক্টরেট আমাদের ক্যাফে জোর করে বন্ধ করে বন্ধ করে দিয়ে গেছে । ফলে আমাদের গুরুতর আর্থিক সঙ্কটের মুখে পড়তে হয়েছে এখন । এছাড়াও শনিবার হেরাতের ইন্টারনেট ক্যাফেগুলির কার্যক্রম বন্ধ করে দিয়েছে তালিবান জঙ্গিরা ।।