হে মহাশয়, তোমাকে শতকোটি প্রণাম
আবারও তোমার অপেক্ষায় আমরা চিরকাল
তুমি না থাকলে ‘পাণ্ডব গোয়েন্দা’রাই থাকত না,
বাঙালির আবেগ মিশ্রিত সেই ‘পঞ্চপাণ্ডব’ আজও শুধু তোমাকেই চায়।
বাবলু, বিচ্চু, বাচ্চু, বিলু, ভোম্বল, পঞ্চু
তোমার সন্তানরা আজ পিতৃহারা।
অপূর্ব তোমার সৃষ্টি, অনন্য তোমার লেখনী
যার স্পর্শে আমরা গর্বিত, সকল বাঙালি।
‘চতুর্থ তদন্ত’, ‘সোনার গণপতি’, ‘হীরের চোখ’, ‘রহস্য রজনীগন্ধা’, ‘দেবদাসী তীর্থ’
এগুলির জন্য চতুর্দিক প্রফুল্লিত।
‘কিংবদন্তী বিক্রমাদিত্য’, ‘কেদারনাথ’ ভৌতিক গল্পের বিস্তারে সুশোভিত বাংলা সাহিত্য।
কিশোর, তরুণ-তরুণীর কাছে এগুলো যে দিগন্ত।
তুমিই স্রষ্টা, তুমিই জনক
তোমার সৃষ্ট প্রতিটি সন্তান আজ
তোমার জন্য মহিমান্বিত।
হে স্রষ্টা, তোমার সৃষ্টি মাধুর্য্যে তুমি অমর
তোমার জন্য আমাদের অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, ভক্তি আজীবন ।।