জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,গলসি(পূর্ব বর্ধমান),০২ এপ্রিল : রাজ্যের যেসব এলাকায় ধীরে ধীরে সিপিএম মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে তার অন্যতম হলো একদা লালদুর্গ গলসী-২ নং ব্লক। এমনকি বিজেপিও এখানে বেশ শক্তিশালী। সেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলেও পঞ্চায়েত ভোটে অন্তত দু’টো অঞ্চলে শাসকদলকে বেকায়দায় ফেলার মত যথেষ্ট উপাদান এখানে ছিল। ভাল কিছু করার ব্যাপারে বিরোধীরাও কিছুটা আশাবাদী ছিল। কিন্তু রক্তদান শিবিরকে কেন্দ্র করে বিরোধীদের সব হিসাবে কেমন যেন তালগোল পাকিয়ে গেলো।
আসন্ন গ্রীষ্মকালে হাসপাতালগুলোতে যাতে রক্তের ঘাটতি দেখা না যায় তার জন্য গলসী-২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সঞ্জীবনী আশ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় আজ রবিবার মহড়া সেরিকালচার বিল্ডিং-এ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক শাখার সহযোগিতায় শিবির থেকে ৭১ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। রক্তদাতাদের মধ্যে প্রায় পঁয়ত্রিশ জন মহিলা ছিলেন। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নবীনচন্দ্র বাগ, গলসী-২ তৃণমূল ব্লক সভাপতি সুজন মণ্ডল, যুব সভাপতি হেমন্ত পাল, জয়হিন্দ বাহিনীর সভাপতি গুল মহম্মদ, যুব কর্মী বাপ্পা চ্যাটার্জ্জী সহ আরও অনেক তৃণমূল কর্মী।
পরে এই রক্তদান শিবিরই পরিণত হয় যোগদান শিবিরে। যাদের নেতৃত্বে বিজেপি বা সিপিএম এই এলাকায় পঞ্চায়েত ভোটে ভাল ফলের আশা করছিল সেই গলসী-২ ব্লকের আদ্রা অঞ্চলের মহড়া গ্রামে জেপি-১ এর বিজেপির মন্ডল সভাপতি অমিত কেশের নেতৃত্বে বিভিন্ন বুথের বুথ সভাপতি এবং সিপিএমের পার্থ ঘোষ ও শেখ জাফরের নেতৃত্বে প্রায় ৪০০ টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক সহ তৃণমূলের অন্যান্য ব্লক নেতৃত্ব।
তৃণমূলে যোগদানকারীদের বক্তব্য,যতই দুর্নাম করা হোক এটাই বাস্তব প্রকৃত উন্নয়ন মাননীয়া মুখ্যমন্ত্রীর হাত ধরেই হচ্ছে। কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির জন্য সাধারণ মানুষের বেঁচে থাকাটাই কষ্টকর হচ্ছে। তাই আমরা দলত্যাগ করলাম। আমাদের নতুন দল যাতে আরও শক্তিশালী হয় তার জন্য আমরা মরিয়া চেষ্টা করব।
বিধায়ক বললেন,দলমত নির্বিশেষে প্রতিটি এলাকার মানুষ যে উন্নয়নের ছোঁয়া পেয়েছে সেটা কেউই অস্বীকার করতে পারবেনা। আমাদের নেত্রীর নির্দেশ উন্নয়নের ক্ষেত্রে কোনোরকম বাছবিচার করা চলবেনা। তাইতো এরা আজ আমাদের দলে যোগ দিলেন ।।