এইদিন ওয়েবডেস্ক,ম্যাসাচুসেটস,০২ এপ্রিল : শিশুদের হাতে স্মার্টফোন দেওয়ার পরিনতি যে কতটা বিড়ম্বনার কারন হতে পারে তা হাড়েহাড়ে টের পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ওয়েস্টপোর্টের বাসিন্দা জেসিকা নুনেস নামে বছর সাতাশের এক গৃহবধূ । মেয়ে লিলাকে নিয়ে তিনি গাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন । স্মার্টফোনটি মেয়ের হাতেই ছিল । মেয়ে ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করছে দেখে প্রথমে তিনি ভেবেছিলে হয়তো সে ভিডিও গেমস খেলছে । কিন্তু গত সোমবার সকালে অ্যামাজন থেকে একটি ই-মেইল আসার পর কার্যত চোখ কপালে উঠে যায় জেসিকা নুনেসের । তিনি দেখেন তার অ্যামাজন অ্যাকাউন্ট থেকে মেয়ে লিলা ৩ হাজার ৭৮০ ডলারেরও বেশি মূল্যের পণ্য অর্ডার করে দিয়েছে । অর্ডারের তালিকায় রয়েছে,১০টি মোটরসাইকেল, একটি জিপ এবং ১০ জোড়া কাউগার্ল বুট । বাইক, জিপ ও জুতার দাম ছিল ৩ হাজার ৭৮০ ডলার ।
যদিও তাৎক্ষণিকভাবে ৫টি মোটরসাইকেল ও জুতার অর্ডার বাতিল করতে পেরেছিলেন নুনেস। তবে আরও ৫ টি মোটরসাইকেল এবং শিশুদের দুই আসনের একটি জিপ ডিলারের স্টোররুম থেকে বেরিয়ে যাওয়ায় সেগুলোর অর্ডার বাতিল করা সম্ভন হয়নি । তবে পরবর্তীতে সেগুলো তিনি ফেরত দিতে সক্ষম হয়েছিলেন । ঘটনার পর জেসিকা নুনেস বলেছেন, ‘খুব শিক্ষা হয়েছে,আর মেয়ের হাতে মোবাইল দেবো না । এবার থেকে আমার স্মার্টফোন সর্বদা লক করে রেখে দেবো ।’।