প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০২ এপ্রিল : দূয়ারে সরকার প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের গর্বের অন্ত নেই । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে প্ল্যাটিনাম পুরস্কারও পেয়েছে দুয়ারে সরকার প্রকল্প।সেই দুয়ারে সরকারে শিবিরে গিয়ে শনিবার তীব্র ক্ষোভ উগরে দিলেন পূর্ব বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের শিড়রাই গ্রাম পঞ্চায়েতের শিড়রাই গ্রামের বাসিন্দারা । শুধু ক্ষোভ দেখানোই নয়,দুয়ারে সরকারে শিবিরে আবেদন করে কাজের কাজ কিছু হয় না বলে অভিযোগ তুলে এখানকার বাসিন্দারা সরকারি অফিসারদের স্কুলে আটকে রেখে শিবির বন্ধ করে দেন। খবর পেয়ে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেজায় উৎফুল্ল বিরোধীরা ।
প্রসাসন সূত্রে জানা গিয়েছে,রাজ্য সরকারের
নির্দেশে ১ এপ্রিল থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকারের শিবির । সেই মত শনিবার গলসি ১ নম্বর ব্লকের শিড়রাই গ্রাম পঞ্চায়েতের আলিজান মল্লিক হাইস্কুলে দুয়ারে সরকারের শিবিরের আয়োজন করা হয়। ব্লকের বিডিও অফিস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা যান আলিজান মল্লিক হাইস্কুলে । আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন এলাকার ক্ষুব্ধ গ্রামবাসীরা। দুয়ার সরকার শিবিরের জন্য আধিকারিকরা স্কুলে ঢুকতেই গ্রামবাসীরা তাদের শিবির করতে নিষেধ করেন । আধিকারিকরা তা না মানায় ক্ষুব্ধ বাসিন্দারা বেলায় স্কুলের ভিতরেই সরকারী আধিকারিকদের আটকে রাখেন । গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে শিবির শুরু করতে পরেনি ব্লক প্রশাসন।
বিক্ষুব্ধ গ্রামবাসীদের অভিযোগ,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের প্রয়োজনীয় সমস্ত কাজকে সহজ করতে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছেন । কিন্তু গলসি ১ নম্বর ব্লক প্রশাসনের গাফিলতিতে সেই কাজ ঠিকভাবে হয়না । এলাকার বাসিন্দা হাসিবুর রহমান, রবিউল হকরা বলেন, আমরা তিন-চার বার ফর্ম ফিলাপ করে জমা দিয়েও পাই নি স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষকবন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার সহ কোন প্রকল্পের সুবিধা বা কার্ড । শুধু আমরা নই,এলাকার হাজার হাজার মানুষ সরকারি সুবিধা পাওয়া থেকে বঞ্চিত রয়েছে । গ্রামবাসীদের দাবী,গ্রামবাসীদের এইবাবে আর বঞ্চিত হতে হবে না প্রতিশ্রুতি বিডিও দুয়ারে সরকারের শিবিরে এসে দিলে তবেই শিবির করতে দেওয়া হবে।
গ্রামবাসীদের এমন ক্ষোভ বিক্ষোভের কথা জেনে
আলিজান মল্লিক হাইস্কুলে হওয়া শিবিরে পৌছান গলসি ১ নম্বর ব্লকের বিডিও দেবলীনা দাস। তিনি গ্রামবাসীদের বোঝান । দ্রুত তাদের সমস্যার সমাধানের আশ্বাস দিলে গ্রামবাসীদের ক্ষোভ প্রশমিত হয়। দুপুরের পর শিবিরের কাজ চালু হয়।
জেলা বিজেপির সহ-সভাপতি সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন,দুয়ারে সরকার প্রকল্প নিয়ে শাসক দলের নেতারা ও রাজ্য সরকারের ঢাক পেটানোর শেষ নেই। কিন্তু দুয়ারে সরকার প্রকল্প যে আসলে ‘ফ্লপ শো’ সেটা গলসির শিড়রাই এর বাসিন্দাদের বিক্ষোভ থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ।।