এইদিন ওয়েবডেস্ক,করাচি,০১ এপ্রিল : পাকিস্তানে খাদ্য বিতরণ কেন্দ্রে হুড়োহুড়িতে পদস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের । নিহতদের মধ্যে অধিকাংশ শিশু ও মহিলা । ঘটনাটি ঘটেছে শুক্রবার(৩১ মার্চ) পাকিস্তানের করাচি শহরে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী,প্রচন্ড ভিড়ে ধাক্কাধাক্কির সময় বেশ কিছু মহিলা ও শিশু খোলা ড্রেনের মধ্যে পড়ে যায় এবং তাদের উপর একটা প্রাচীর ধসে পড়লে এই ঘটনাটি ঘটে । প্রসঙ্গত,বর্তমানে নজিরবিহীন আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান ।
ক্রমবর্ধমান দারিদ্র্য ও লাগামছাড়া মুদ্রাস্ফীতির কারনে রমজান মাসে নিম্ন আয়ের পরিবারগুলিকে বিনামূল্যে আটা দেওয়ার পরিকল্পনা নিয়েছিল পাকিস্তান সরকার । গত সপ্তাহে এই স্কিম চালু করার পর থেকে খাদ্য বিতরণ কেন্দ্রগুলিতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে । রাজনৈতিক সঙ্কট, পাকিস্তানি রুপির মূল্যের পতন, মুদ্রাস্ফীতির তীব্র বৃদ্ধি, সাম্প্রতিক ভয়াবহ বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং জ্বালানি সম্পদের অভাব অর্থনীতিকে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পাকিস্তান । দু’বেলার অন্ন সংস্থান করতে গিয়ে রীতিমতো লড়াই করতে হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষকে ।।