এই নিঃশব্দ মিছিলে জেগে ওঠো সবাই ,
আরও একবার চেয়ে দেখো মহাশূন্যের দিকে।
পৃথিবীর আয়ু কমে গেছে উচ্ছেদ অভিযানে
সবুজের ব্যথা একা ভাসে ছায়া রাতের অন্ধকারে।
ভন্ড সন্ন্যাসীর চোখে দেবতা নীরব
মহাকালের সময় আটকে আছে অর্ধেক চাঁদে।
ক্ষুধার্ত পেটে লাথি মেরে এখনো যে মেদিনী জেগে আছে ঘুমে
ভেসে যায় বাতাসে সেই জমানো নেশার গন্ধ।
মলিন আঁচলে মুখ ঢেকে ফেলে ভিক্ষুক
তখন আরও একবার উল্লাসে মেতে ওঠে এই নগ্ন সমাজ।
লালসার আগুনে পোড়া রুটিটাও শেষ বারের মত ঝলসে ওঠে
তখনও দেবতা নীরব থাকে !
তিনি কি যেন দেখছেন।
কে ভাঙাবে ঘুম, আমরা ঘুমিয়ে আছি অন্তপুরে !
সভ্য কেবল পোশাকে হয়েছি
বুদ্ধিতে শান হয়নি ভালো
যোগের জন্য লক্ষ্য প্রয়োজন
অথচ স্নায়ু না সামলে যোগাসনে আয়োজন।
এই নিঃশব্দ মিছিলে জেগে ওঠো সবাই
আরও একবার চেয়ে দেখো মহাশূন্যের দিকে।।