প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ মার্চ : মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জাল দলিল তৈরি করে নিয়ে চলছিল অপরের জমি নিজের নামে রেকর্ড করে নেওয়া । এমন জালিয়াতি চক্রের এক পাণ্ডার বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিল ভূমি দফতর।মেহের আলি শেখ নামে এক জমি জালিয়াতের বিরুদ্ধে শুক্রবার পূর্ব বর্ধমানের কালনা থানায় এফআইআর দায়ের করলেন কালনা ১ ব্লকের ভূমি আধিকারিক।অভিযোগ পেয়েই পুলিশ মামলা রুজু করে তদন্তে নেমেছে । প্রতারিতরা দাবি করেছেন, জাল দলিত তৈরিতে জালিয়াতকে যাঁরা সাহায্য করেছে তাদেরকেও খুঁজে বার করে প্রশাসন কঠোর ব্যবস্থা নিক ।
প্রশাসন ও ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে,জমি জালিয়াতিতে জড়িত মেহের আলি শেখ এর বাড়ি
কালনার রসুলপুর এলাকায় । কালনা ১ ব্লক ভূমি ও ভূমি সংষ্কার আধিকারিক (বিএলআরও)সৈয়দ মাসুদুল আনোয়ার শুক্রবার জানান ,কালনার রসুলপুরের বাসিন্দা সৈয়দ হাসান ও ইরফান আলি মল্লিকের পুত্ররা এবং আমিনুল ইসলাম নামে এক
ব্যক্তি আমার দফতরে তাদের জমি জলিয়াতি হওয়া নিয়ে অভিযোগে জানান। জাল দলিলের মাধ্যমে তাদের ১ একর ৮৪ শতক জমি মেহের আলি শেখ নিজের নামে ভূমি দফতরে রেকর্ড করিয়ে নিয়েছে বলে তারা অভিযোগ করেন। এর কিছুদিন পরেই লক্ষ্মীরাম মূর্মূ সহ তার ভাইয়েরা ভূমি দফতরে মেহের আলির বিরুদ্ধে একই অভিযোগ পত্র জমা দেন।
বিএলআরও বলেন,একের পর এক এমন
অভিযোগ জমা পড়ার পরেই অভিযোগের সত্যতা
খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয় । সেই মত ব্লক ভূমি দফতরে শুনানীর দিন নির্দিষ্ট করা হয়। শুনানীতে সমস্ত অভিযোগকারীরা ভূমি দফতরের
অফিসে উপস্থিত থাকলেও মেহের আলি শেখ হাজির হন না।এর পর তদন্ত এগিয়ে নিয়ে যেতেই
স্পষ্ট হয় মেহের আলি শেখ অভিযোগকারীদের পরিবারের মৃত ব্যক্তিদের জীবিত সাজিয়ে এডিএসআর থেকে জাল দলিল তৈরি করেছে। ষেই দলিল মাধ্যমে মেহের আলি শেখ অপরের জমি নিজের নামে রেকর্ড করিয়ে নিয়েছে।এমন জালিয়াতির বিষয়টি নিয়ে নিশ্চিৎ হবার পরেই শুক্রবার মেহের আলি শেখ এর বিরুদ্ধে কালনা থানায় লিখিত এফআইআর দায়ের করেছেন বলে
বিএলআরও সৈয়দ মাসুদুল আনোয়ার জানান।
পাশাপাশি বিএলআরও এও বলেন,জাল দলিল কাছে লাগিয়ে মেহের আলি শেখ যাদের যাদের জমি নিজের নামে রেকর্ড করে নিয়েছিল ,সেই রেকর্ড সংশোধন করে জমির প্রকৃত মালিকদের নামে পুনরায় রেকর্ড করে দেওয়া হয়েছে।
এদিকে থানায় অভিযোগ দায়ের হবার খবর জানাজানি হতেই অভিযুক্ত মেহের আলী গা ঢাকা দিয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। তবে মেহের আলী শেখের করা জালিয়াতিতে যাঁরা জমি হারাতে বসেছিলেন তাঁরা এদিন বলেন,গোটা ঘটনার পেছনে বড়সড় জালিিয়াতি চক্র কাজ করছে বলেই তাঁরা মনে করছে। পুলিশ সঠিক তদন্ত করলে হয়তো দেখাযাবে গোটা জেলা জুড়েই সক্রিয় রয়েছে এই জালিয়াত চক্র ।এবার পুলিশ গোটা জমি আলিয়াত চক্রের পর্দা ফাঁস করবে বলে আশাবাদী কালনাবাসী ।।