জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,মেমারি(পূর্ব বর্ধমান),৩১ মার্চ : হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হলো রামনবমী। ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষ্যে চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে মহাধুমধাম সহকারে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিন্দু সনাতন ধর্মের মানুষ এই দিনটি পালন করে থাকে। ব্যতিক্রম থাকল না পূর্ব বর্ধমানের মেমারি।
শ্রীরামনবমী উদযাপন সমিতির উদ্যোগে ও হিন্দু জাগরণ মঞ্চের সহযোগিতায় শুক্রবার(৩১ মার্চ ২০২৩) এক বিশাল ও বর্ণাঢ্য রামনবমীর শোভাযাত্রা মেমারি শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে । মেমারির নতুন বাসষ্ট্যান্ড থেকে শুরু হয়ে শোভাযাত্রা নিউমার্কেট হয়ে চকদিঘী মোড়ে শেষ হয়। হিন্দু জাগরণ মঞ্চের জেলা প্রচারক, প্রান্ত প্রচারক, সাধুসন্ত ছাড়াও এলাকার সনাতন ধর্মাম্বলী মানুষসহ অজস্র রামভক্ত এবং বিভিন্ন সাজে সজ্জিত কচিকাচারা এই শোভাযাত্রায় সামিল হয়।
হিন্দু জাগরণ মঞ্চের মেমারি নগর সংযোজক বিশ্বজিৎ বসু বললেন,শাশ্বত হিন্দু জীবনবোধের পরম্পরা ও ঐতিহ্য বজায় রাখতে আমরা প্রতি বছর এই শোভাযাত্রার আয়োজন করে থাকি। হিন্দু ধর্মের সাধুসন্ত, সম্প্রদায় ও হিন্দু ভক্তমন্ডলীকে একত্রিত করে মহাজাগরণের পথকে প্রশস্ত করতে ভগবান বিষ্ণুর অবতার পরমপুরুষ শ্রী শ্রী রামচন্দ্রের আর্বিভাব লগ্নকে স্মরণ করার জন্য রামনবমীর দিন এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তিনি আরও বললেন, সমগ্র মেমারিবাসী স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন।
এছাড়া এদিন মেমারির বোহার-২ নম্বর পঞ্চায়েতের জাখড়া, বোহার, বাঁকদহ গ্রামেও রামনবমীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা জাখড়া গ্রাম থেকে শুরু হয় এবং বোহার গদাইতলা হাটতলা বাজার হয়ে সমস্ত গ্রাম পরিক্রমা করে। এখানেও রামভক্তরা ছাড়াও বহু সনাতন ধর্মের মানুষ উপস্থিত ছিলেন।।