এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩১ মার্চ : ‘বাংলাদেশের হিন্দুদের রাম নবমী মিছিল । কিন্তু আশ্চর্যজনক বিষয় সেখানে কিন্তু হিন্দুদের উপর হামলা হয়নি। এর থেকেই স্পষ্ট বাংলাদেশের থেকেও বেশি বিপদে রয়েছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা ! এর জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ।’ হাওড়ার কাশীপুরে রামনবমীর শোভাযাত্রায় হামলা প্রসঙ্গে নিজের ফেসবুক পেজে এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ । পাশাপাশি বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকার রাস্তায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আয়োজিত শোভাযাত্রার কয়েকটি ছবিও তিনি শেয়ার করেছেন ।
অন্য একটি পোস্টে দিলীপবাবু অভিযোগ করেছেন, ‘সাম্প্রদায়িক রাজ্য পুলিশ দক্ষিণ ২৪ পরগনার মৌখালী (আমতলা): রাম নবমীতে হামলাকারী সংখ্যালঘুদের গ্রেফতার না করে রাম ভক্তদের গ্রেফতার করল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ । আর কত নীচে নামবেন মুখ্যমন্ত্রী?’ সেই সঙ্গে খবর সংগ্রহ করতে যাওয়া একটি সর্বভারতীয় বৈদ্যুতিক চ্যানেলের সাংবাদিকের উপর হামলার অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ । এই বিষয়ে তিনি লিখেছেন,’পশ্চিমবঙ্গে আক্রান্ত গণতন্ত্র। রাম নবমীর খবর কভার করতে যাওয়া টাইমস নাউ-এর সাংবাদিককে গাড়ী থেকে বার করে মারা হয়েছে আজ, গাড়িও ভাঙচুর করা হয়েছে। এই সব ঘটনা থানার সামনে ঘটলেও পুলিশ আগাগোড়া নিষ্ক্রিয় ছিল। সাধারণ মানুষ, পুলিস, দুধের শিশু, বৃদ্ধ, মহিলা, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক কেউ সুরক্ষিত নয় এই রাজ্যে ।’
শুক্রবার একটি সভায় বক্তব্য রাখার সময় দিলীপবাবু মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন,’ধর্ণা দেওয়ার আর সময় পেলেন না । রামনবমীর দিনেই ধর্ণা দিতে হবে? শুধু উনি নন,খোঁকাবাবুও ধর্না দিচ্ছেন । পিসি ভাইপো দু’জনেই ধর্মতলা আলো করে বসে আছেন । হিন্দুদের উৎসবের দিন ধর্ণা আর অন্যদের বেলায় ছুটি দেবেন? আপনি নাকি ধর্ম নিরপেক্ষ, আপনি নাকি হিন্দু,ঘটা করে আবার গঙ্গা আরতি করতে যান? বিজেপি গঙ্গা আরতি করতে গেলে আটকে দেবে, আর উনি করতে যাচ্ছেন । নরেন্দ্র মোদীকে দেখেছি কাশীতে গিয়ে গঙ্গা আরতি করতে দেখেছি,কিন্তু আপনি তো সাধারণত করেন না ।’ তিনি আরও বলেন,’মুসলমানকে তেল মেরে তাদের ভোট নিয়েছেন । তারা বুঝে গেছে ভোটের জন্য তেল মারে,তাদের জন্য কিছু করেনা । তাদের ছেলেমেয়েদের শিক্ষা,উন্নয়নের কথা ভাবেন না মুখ্যমন্ত্রী ।।