দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),৩১ মার্চ : সাইকেলে চড়ে কাজে যাওয়ার পথে বেপরোয়া হারভেস্টর মেশিনের ধাক্কায় মৃত্যু হল পেশায় ট্রাক্টর চালক এক যুবকের । শুক্রবার সকাল ৬ টা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাচান্দা গ্রামের কাছে মাহাচান্দা- কামারপাড়া সড়ক পথে । পুলিশ জানিয়েছে, নিহত যুবকের নাম সুনিরাম বাস্কি(৩২) । তাঁর বাড়ি মাহাচান্দা গ্রামের কলা বাগান পাড়ায় । পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে । তবে চালক পলাতক ।
জানা গেছে,সুনিরাম বাস্কির বাড়িতে আছেন বিধবা মা,স্ত্রী বুনি বাস্কি, দুই মেয়ে রাখি ও বৈশাখি । রাখি সপ্তম শ্রেণী ও বৈশাখি পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে । সুনিরাম পারহাট গ্রামের এক কৃষকের ট্রাক্টর চালাতেন । অন্যদিকে বুনি বাস্কি জনমজুরের কাজ করেন । দম্পতির যৌথ উপার্জনেই মূলত ওই হতদরিদ্র পরিবারটির সংসার চলত ।
স্থানীয় বাসিন্দা বাদল মূর্মু,সুভাষ হেমব্রম,পরান মাড্ডিরা জানান,এদিন সকালে সাইকেলে চড়ে পারহাট গ্রামে মালিকের বাড়িতে যাচ্ছিলেন সুনিরাম । তিনি রাস্তার বামদিকে ফুটপাতে সাইকেল চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে ওই হারভেস্টর মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে সুনিরামের সাইকেলে সজোরে ধাক্কা দেয় । দূর্ঘটনার পরেই হারভেস্টর ফেলে পালিয়ে যায় চালক । জানা গেছে,খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে সুনিরাম বাস্কিকে উদ্ধার করে ভাতার গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় । পাশাপাশি হারভেস্টরটি আটক করে পুলিশ ।
দেখুন ভিডিও 👇
স্থানীয় সূত্রে জানা গেছে,ঘাতক হারভেস্টরটি পূর্ব বর্ধমান জেলার গলসি এলাকার এক কৃষকের । মেশিনটি মূর্শিদাবাদ জেলায় গম কাটতে গিয়েছিল । এদিন মেশনটি নিয়ে গলসি ফিরছিল চালক । চালক ঘুমিয়ে পড়ার কারনেই এই দূর্ঘটনা ঘটেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।।