প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩০ মার্চ : স্কুলে এসে ঠিক মত ক্লাস না করে দিদিমণি শুধু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন । ওই রকম দিদিমণির আর দরকার নেই বলে দাবি করে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে যেতেই স্কুল থেকে পালালেন শিক্ষিকা । নজিরবিহীন এমন ঘটনা বুধবার ঘটেছে বর্ধমানের বিজয়রামের শম্ভুচরণ গুহ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে।স্কুল ছেড়ে পালানো ওই শিক্ষিকার নাম রুমা গড়াই।তিনি স্কুল থেকে পালানোর কথা স্বীকার করে নিলেও স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের আনা অভিযোগ মানতে চান নি।তবে জেলা স্কুল পরিদর্শক(প্রাথমিক) স্বপন দত্ত জানিয়েছে,বিষয়টি নিয়ে তিনি স্কুল ইন্সপেক্টর (এস.আই) কে রিপোর্ট দিতে বলেছেন।রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তি পদক্ষেপ নেবেন।
শম্ভুচরণ গুহ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে পঠন পাঠনের হাল খারাপ হওয়া নিয়ে স্থানীয় মানুষজন
ও অভিভাবকরা অনেকদিন ধরেই ক্ষোভে ফুঁষছিলেন । বুধবার পড়ুয়ারা ঠিক সময়ে উপস্থিত হলেও স্কুলের গেটে তালা লাগানো থাকায় এদিন সেই ক্ষোভে ঘৃতাহূতি পড়ে। এমন ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন অবিভাবকরা । ক্ষোভ বিক্ষোভ মাত্রা ছাড়ালে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি সেখ জামাল দ্রুত স্কুলে পৌছে অভিভাবকদের সান্ত করেন।এরপর তাদের সঙ্গে কথা বলে ক্ষোভের কারণ জানতে চান। অবিভাবকদের সঙ্গে কথা বলার সংবাদ মাধ্যমকে সেখ জামাল বলেন,গ্রামবাসীরা স্কুলের দুই শিক্ষিকার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ওই দুই লিক্ষিকাকে নিয়ে বারবার অভিযোগ উঠছে। তাই বিষয়টি নিয়ে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন ।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুন্তল হক জানান, প্রতিদিন স্কুল খোলা ও মিডডে মিলের কাজ তদারকির জন্য দু’জন করে শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে।অন্যরা সেই দায়িত্ব ঠিকঠাক পালন করলেও শিক্ষিকা রুমা গড়াই তা করেন না। দায়িত্ব নিতেওতিনি অস্বীকার করেছেন।মঙ্গলবার রুমা গড়াই ও শুভ্রা রানার স্কুলের চাবি নিয়ে যাওয়ার কথা। কিন্তু আজ স্কুলে এসে জানতে পারলাম রুমা গড়াই চাবি নিয়ে যান নি।ফলে স্কুলের গেট খুলতে দেরি হয়।আর শুভ্রা রানা গত দেড় মাস ধরে স্কুলে আসছেন না।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এও জানান,
রুমা গড়াই স্কুলে দেরিতে এসেও আধ ঘন্টা আগে হাজির হয়েছেন দেখিয়ে অফিসের খাতায় সই করেন। তা নিয়ে স্কুলে অনেকবার অশান্তি হয়েছে।
এই সমস্ত বিষয় নিয়ে ডিআই,এসআই সহ সংশ্লিষ্ট সব জায়গাতেই জানানো আছে বলে কুন্তল হক মন্তব্য করেছেন।
এলাকার বাসিন্দা জীবন নেশা খাতুন অভিযোগে বলেন,’শিক্ষিকা রুমা গড়াই ঠিক মত ক্লাস করেন না।স্কুলে এসে শুধু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন।ওই রকম দিদিমণি আমরা চাই না ।’এই বিষয়ে রুমা গড়াই এর সাফাই,তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে । মোবাইল ফোন তিনি ক্লাসে নিয়ে যান না। তাহলে অভিভাবক ও স্থানীয়রা জড়ো হতেই আপনি স্কুল ছেড়ে পালালেন কেন?
এর উত্তরে শিক্ষিকা রুমা গড়াই বলেন,’মারমুখী বাসিন্দাদের ভয়ে আমি পালিয়ে যাই ।’ একই সঙ্গে রুমা গড়াইয় এদিন স্পষ্ট জানিয়ে দেন,এসআই বা স্কুল কমিটি যদি স্কুলের চাবি রাখতে বলে তবেই চাবি রাখব, নচেৎ স্কুলের চাবি তিনি নেবেন না । এই প্রসঙ্গে এস আই(পশ্চিম চক্র)ললিতা নমোতীর্থ বলেন,গোটা বিষয়টি প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে জানান হয়েছে। তাঁর নির্দেশ মত ব্যবস্থা নেওয়া হবে ।।