শিশির ভেজা যে আঁখি প্রভাতের পথ চেয়ে থাকে, চুঁইয়ে পড়া অভিমানী রঙে নীরবে জলছবি এঁকে যায় সে ভাবনার গহীন অরণ্যের ক্যানভাসে…
নতশিরে যে গাছটি নদীতীরে একপায়ে দাঁড়িয়ে আজও ..
ভেবো না বশ্যতা স্বীকার করেছে সে স্রোতস্বিনীর…
এ দুর্বলতা নয়, শুধুই গভীর অনুরাগ, নিগূঢ় ভালোবাসতে জানে যে সে!
জ্বলন্ত যে রাত, দাবানল হয় অরণ্যের বুকে..
ঘন কালো মেঘলা আকাশ, আচম্বিতে বৃষ্টি ঝরায় অঝোরে…
অদৃশ্য নূপুরের রিনিরিনি বেজেছে অবেলায়,
সূর্য যখন ডুবন্ত অস্তাচলে, সন্ধ্যা নেমেছে নীরবে আঁধার ঠেলে জোছনার কোলে …
ভালোলাগার রেশ ছুঁয়ে বেজে ওঠে মন্দিরা..
শব্দকলিরা সুরের মূর্ছনায় জেগে ওঠে অন্তপুরে.. বসন্ত এসেছে আবার ফিরে, নবরূপে অনন্য সুখে।
নতশিরে যে গাছটি নদীতীরে একপায়ে দাঁড়িয়ে আজও ..
ভেবো না বশ্যতা স্বীকার করেছে সে স্রোতস্বিনীর…
এ দুর্বলতা নয়, শুধুই গভীর অনুরাগ, নিগূঢ় ভালোবাসতে জানে যে সে…!
জ্বলন্ত যে রাত, দাবানল হয় অরণ্যের বুকে,
ঘন কালো মেঘলা আকাশ, আচম্বিতে বৃষ্টি ঝরায় অঝোরে …
অদৃশ্য নূপুরের রিনিরিনি বেজেছে অবেলায়,
সূর্য যখন ডুবন্ত অস্তাচলে, সন্ধ্যা নেমেছে নীরবে আঁধার ঠেলে জোছনার কোলে …
ভালোলাগার রেশ ছুঁয়ে বেজে ওঠে মন্দিরা..
শব্দকলিরা সুরের মূর্ছনায় জেগে ওঠে অন্তঃপুরে.. বসন্ত এসেছে আবার ফিরে, নবরূপে অনন্য সুখে…।।