এইদিন ওয়েবডেস্ক,ইন্দোর,৩০ মার্চ : দেশ জুড়ে যখন পবিত্র শ্রী রামনবমী উদযাপন হচ্ছে তখন মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মর্মান্তিক এক দূর্ঘটনার খবর সামনে এসেছে । রামনবমী উদযাপনের সময় ইন্দোরের শ্রী বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরের (Shri Beleshwar Mahadev Jhulelal Temple) সিড়ি ধসে অন্তত ১৩ জন শ্রদ্ধালুর মৃত্যু হয়েছে । ধসের মধ্যে এখনো শিশুসহ বহু শ্রদ্ধালু আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে ।
জানা গেছে,আজ বৃহস্পতিবার রামনবমী উপলক্ষে ইন্দোরের মহাদেব জুলেলাল মন্দিরে পূণ্যার্থীর সমাগম হয়েছিল । একটি ৪০ ফুট গভীর কূপের উপরেই রয়েছে একটি মন্দির যাতায়তের সিড়িটি । ভিড়ের চাপে সিড়িটি ধসে পড়লে শিশু ও মহিলাসহ বিপুল সংখ্যক পূণ্যার্থী ওই গভীর খাদে উলটে পড়ে । পরে ১৩ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় । ধ্বংসস্তূপের নিচে মহিলা ও শিশুসহ অনেকের আটকে পড়ার আশঙ্কা রয়েছে । এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১৮ জনের ওই কূপের ভিতরে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে । এদিকে মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । তিনি বলেছেন,’এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। উদ্ধার অভিযান চলছে। মানুষকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে ।’ এদিকে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার । পাশাপাশি এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে ।।