এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,৩০ মার্চ : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার ভারত-পাকিস্তান সীমান্তের কাছে হীরানগরে একটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে । জম্মু-কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (ADGP) মুকেশ সিং এএনআইকে জানিয়েছেন যে বুধবার গভীর রাতে কাঠুয়া জেলার হীরানগরে আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর অবস্থিত বিপিপি সান্যালের কাছে একটি বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে । বিস্ফোরণের কারন অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি । এদিকে বিস্ফোরণের পর চরম আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসী ।
এসএসপি কাঠুয়া শিবদীপ সিং বলেছেন, প্রাথমিকভাবে বিস্ফোরণস্থলের আশেপাশে কোনো মানুষের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি । এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি । আমরা খবর পাওয়ার সাথে সাথেই পুলিশবাহিনী
দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং অনুসন্ধান অভিযান শুরু করে । তবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি ।তিনি আরও বলেন, ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ।।