এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর,৩০ মার্চ : ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন হলেও ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই চলেছে । গুজরাটের দু’জায়গায় দুই নাবালিকাকে ধর্ষণের খবর পাওয়া গেছে । মিডিয়া রিপোর্টে জানা গেছে,গুজরাটের মেহসানা জেলার খেরালু থানা এলাকার বাসিন্দা এক কিশোরী তার নিজের খুড়তুতো দুই ভাইয়ের ধর্ষণের শিকার হয়েছে । অন্যদিকে গুজরাটের দেবগড় বাড়িয়ার বাবরা থানা এলাকার এক ১৭ বছরের কিশোরীকে অপহরণ করে টানা দু’মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ।
জানা গেছে,মেহসানা জেলার খেরালু থানায় সম্পতি একটি অভিযোগ দায়ের করেছে এক কিশোরী । মেয়েটির অভিযোগ, আওয়ার নাওয়ার ঠাকুর মেহুলজি নামে তার এক খুড়তুতো দাদা তাকে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে । পরে মেহুলের ভাই ঠাকুর কমলেশজিও দাদার দেখাদেখি তাকে ধর্ষণ করে । এদিকে অভিযোগ দায়েরের পর থেকে চম্পট দিয়েছে দুই নরাধম দাদা । পুলিশ তাদের খুঁজছে ।
অন্যদিকে গুজরাটের পঞ্চমহল জেলার দেবগড় বাড়িয়ার বছর সতেরোর এক কিশোরী স্থানীয় বাবরা থানায় একটি অভিযোগ দায়ের করে জানিয়েছে যে পিপলোদ থানা এলাকার বাসিন্দা বিজয় বাবু কলি প্যাটেল নামে এক যুবক তাকে বিয়ে করবে বলে মাস দুয়েক আগে তাকে ফুসলিয়ে নিয়ে যায় । তারপর তাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বারবার তাকে ধর্ষণ করে । ওই যুবকের কুমতলব বুঝতে পেরে সে কোনো রকমে তার খপ্পর থেকে পালিয়ে বাড়ি চলে আসে । বাড়িতে ফিরে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা পরিবারকে জানায় ওই কিশোরী । তারপর পরিবারের লোকজনদের সঙ্গে বাবরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে সে ।।