এইদিন ওয়েবডেস্ক,ম্যানিলা,৩০ মার্চ : ফিলিপাইনে (Philippines) যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে ৩ জন শিশুও রয়েছে । অগ্নিদগ্ধ হয়েছে আরও ২৩ জন । নিখোঁজ রয়েছে ৭ জন । ঘটনার বিবরণে জানা গেছে,৪৩০ জন ধারণক্ষমতা সম্পন্ন ফেরিতে প্রায় ২৫০ জন যাত্রী নিয়ে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের বাসিলান প্রদেশে যাচ্ছিল । কিন্তু বন্দরে আসার আগেই দ্বিতল বিশিষ্ট ওই ফেরির শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন থেকে আগুনের সূত্রপাত হয় । ক্রমে গোটা জাহাজে আগুন ছড়িয়ে পড়ে । বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ বাসিলানের গভর্নর জিম হাতামান বলেছেন, উদ্ধারকৃতদের মধ্যে অনেকেই আগুন লাগার পর আতঙ্কে সমুদ্রের জলে ঝাঁপ দিয়েছিলেন । ডুবে মারা যাওয়া বেশিরভাগের লাশ উদ্ধার করা হয়েছে ।কোস্টগার্ড, নৌবাহিনী, অন্য একটি নৌকা এবং স্থানীয় জেলেরা তাদের সমুদ্র থেকে উদ্ধার করে । আজ বৃহস্পতিবার সকাল থেকেও তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানিয়েছেন ।
গভর্নর বলেন, রাতভর অভিযানে এমভি লেডি মেরি জয়-৩ নৌকায় থাকা বেশিরভাগ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সংস্থা মৃতের সংখ্যা গণনা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । গভর্নর জানান, এখনো পর্যন্ত নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে । দুর্ঘটনায় অন্তত ২৩ জন যাত্রী আহত হয়েছেন,তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে । হাতামান জানান,জ্বলন্ত নৌকাটি বেসিলানের তীরে টেনে আনা হয়েছে ।মামলার তদন্ত চলছে ।
প্রসঙ্গত,৭,৬০০ টিরও বেশি দ্বীপ বেষ্টিত ফিলিপাইনের সামুদ্রিক নিরাপত্তার জন্য একটি খারাপ রেকর্ড রয়েছে । জাহাজগুলি প্রায়শই পুরানো এবং উপচে পড়া ভিড় থাকে । ১৯৮৭ সালে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জাহাজ দূর্ঘটনা ঘটেছিল ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে মিন্ডোরো দ্বীপের কাছে । তখন একটি তেল ট্যাঙ্কারের সাথে ওভারলোড যাত্রী ফেরি ‘ডোনা পাজ’র সংঘর্ষে প্রায় ৫০০০ জন জলযাত্রীর মৃত্যু হয়েছিল ।।