এইদিন ওয়েবডেস্ক,জয়পুর,৩০ মার্চ : পরীক্ষার্থীদের পোশাক বিধি মেনে চলার স্পষ্ট নির্দেশ থাকলেও ৩ জন মহিলা পরীক্ষার্থী আপাদমস্তক ঢাকা হিজাব পরে পরীক্ষা দিতে আসে । কিন্তু তাদের পরীক্ষা কেন্দ্রের গেটের বাইরেই আটকে দিয়েছে কর্তৃপক্ষ । ঘটনাটি রাজস্থানের জয়পুর শহরে ইউনিভার্সিটি রাজস্থান কলেজে । প্রসঙ্গত,রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদের জন্য রাজস্থান স্টেট এলিজিবিলিটি টেস্ট(SET) পরীক্ষাটি হয় গত রবিবার ( ২৬ মার্চ ২০২৩) । গুরু গোবিন্দ উপজাতীয় বিশ্ববিদ্যালয় বাঁশওয়ারা দ্বারা এই পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে । কর্তৃপক্ষ জানিয়েছে, সার্কুলারে স্পষ্ট বলা আছে যে পরীক্ষার্থীদের ঘড়ি, স্যান্ডেল, রোদ চশমা, বেল্ট, ক্যাপ, স্কার্ফ, স্টোল, শাল, মাফলার ইত্যাদি পরিধান করে পরীক্ষায় বসতে দেওয়া হবে না । কোনো পোশাক নিয়ে বিরোধ দেখা দিলে পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তার সিদ্ধান্তই চুড়ান্ত বলে গন্য হবে ।
এমনকি পরীক্ষার্থীদের নির্দিষ্ট পোশাক বিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছিল । নির্দেশিকা অনুযায়ী, পুরুষ পরীক্ষার্থীদের জন্য পোষাক বিধি ছিল একটি হাফ-হাতা শার্ট বা টি-শার্ট, প্যান্ট এবং চপ্পল । অন্যদিকে মহিলা পরীক্ষার্থীদের সালোয়ার স্যুট বা শাড়ি, হাফ হাতা কুর্তা/ব্লাউজ, হাওয়াই চপল/স্লিপার পরে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়েছিল। এছাড়া শুধুমাত্র একটি সাধারণ রাবার ব্যান্ড চুলে লাগিয়ে আসতে দেওয়ার অনুমতি হয়েছিল মহিলাদের ।
কিন্তু পরীক্ষার দিন দেখা যায় ৩ জন মহিলা পরীক্ষার্থী আপাদমস্তক ঢাকা হিজাব পরে পরীক্ষা দিতে এসেছেন । স্বভাবতই তাদের পরীক্ষা কেন্দ্রের গেটেতেই আটকে দেওয়া হয় । গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের হিজাব খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে বলে । কিন্তু হিজাব পরেই পরীক্ষা দেওয়ার দাবিতে অনড় থাকে ওই তিন পরীক্ষার্থী এবং তারা এনিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে পীড়াপীড়ি করে । কিন্তু তাদের এই অনুরোধ প্রত্যাখান করে কলেজ কর্তৃপক্ষ । ইউনিভার্সিটি রাজস্থান কলেজের বাইরে ওই তিন পরীক্ষার্থীর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । তারা দাবি করেছেন যে হিজাব বা বোরখা পরে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে প্রবেশপত্রের কোথাও লেখা ছিল না ।।