এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,৩০ মার্চ : পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি পাকিস্তানের পার্লামেন্টে এক বক্তৃতায় ইমরান খানের বিরুদ্ধে আফগানি সন্ত্রাসবাদীদের পাকিস্থানে আমদানি করার অভিযোগ তুলেছেন । বিলাওয়াল ভুট্টো বলেছেন,পাকিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য ইমরান খান দায়ী । তিনি ইমরান খানকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে বলেছেন,’এই অযোগ্য প্রধানমন্ত্রী আফগানিস্তান থেকে সন্ত্রাসবাদীদের নিয়ে এসে পাকিস্তানে তাদের প্রতিস্থাপন করেছেন ।’ তার কথায়,খান আফগানিস্তানে থাকা সন্ত্রাসবাদীদের এনে উপজাতীয় এলাকায় একটি ঘাঁটি তৈরি করেছে । এর আগে মিউনিখ নিরাপত্তা সভায় বিলাওয়াল ভুট্টো এই অঞ্চলে সন্ত্রাসবাদের বিস্তার সম্পর্কে সতর্ক করেছিলেন এবং ইউক্রেনের যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেওয়ার কারণে এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগের অভাবের সমালোচনা করেন । তিনি বলেছিলেন যে কাবুলে তালেবান প্রশাসন আফগানিস্তানে সন্ত্রাসবাদের হুমকিকে গুরুত্ব সহকারে দেখুন ।
জারদারি বলেছেন যে আফগানিস্তান থেকে নিরাপত্তা হুমকি এবং ভয় দেখানো হচ্ছে এই অঞ্চলের দেশগুলোকে । তিনি বলেন, তারা (তালিবান) যদি এই হুমকিগুলিকে গুরুত্ব সহকারে না নেয় তবে বুঝতে হবে তালিবানদের সন্ত্রাসীদের মোকাবেলা করার “ইচ্ছা ও ক্ষমতা” নেই ।
বিলাওয়াল ভুট্টো জারদারি এই বিষয়ে গুরুত্ব না দেওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন। তিনি তেহরিক-ই-তালেবান পাকিস্তান, বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং আফগানিস্তানে আল-কায়েদার মতো জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের সমালোচনা করেন ।
প্রসঙ্গত, তেহরিক-ই-তালেবান পাকিস্তান(টিটিপি) গত বছর ২৮ নভেম্বর যুদ্ধবিরতি বাতিল করার পর, পাকিস্তানে নিয়মিত ব্যবধানে হামলা চালিয়ে যাচ্ছে । বিশেষ করে খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং পাঞ্জাবে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে টিটিপি ।।