এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,২৩ মার্চ : পাগলা কুকুরের কামড়ে জখম হল ১৩ জন । তার মধ্যে ১২ জন নাবালক ও একজন মহিলা । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার দক্ষিণ রায়পুর মিরপুর গ্রামে । স্থানীয় ও পরিবারের লোকজন আহতদের চিকিৎসার জন্য গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ পাগল কুকুরের কামড়ে একসঙ্গে এতজন জখম হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন দুপুরে দক্ষিণ রায়পুর মিরপুর এলাকার বাসিন্দা শারুফা বিবি(২৪) নামে এক গৃহবধু মাঠে গরু চড়াতে গিয়েছিলেন । সেই সময় একটি পাগলা কুকুর তাঁকে তাড়া করে । শারুফা বিবি পালানোর চেষ্টা করলে কুকুরটি ছুটে এসে তাঁর পায়ে দাঁত বসিয়ে দেয় । এরপর তিনি কুকুরের কবল থেকে নিজেকে ছাড়িয়ে গ্রামের দিকে ছুটতে শুরু করেন । কুকুরটিও তাঁর পিছু ধাওয়া করে । কিন্তু কিছু দুর যাওয়ার পরেই মাঠের মধ্যে উলটে পড়ে যান শরুফা বিবি । তখন কুকুরটি তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে । তাঁর মুখ কামড়ে ক্ষতবিক্ষত করে দেয় ।
জানা গেছে,ওই মহিলাকে আক্রমনের পর গ্রামের একটি পাড়ায় ঢুকে পড়ে কুকুরটি । সেখানে ৩ থেকে ১৪ বছরের কয়েকজন শিশু ও বালক খেলাধুলা করছিল । কুকুরটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে । কুকুরের কামড়ে ১১ জন নাবালক জখম হয় । পরে স্থানীয় বাসিন্দারা কুকুরটিকে সেখান থেকে তাড়িয়ে দেয় । তারপর জখমদের হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় ।
আহত গৃহবধু শারুফা বিবি বলেন, ‘আমরা খুব আতঙ্কের মধ্যে আছি । পারতপক্ষে কেউ বাড়ির বাইরে বেরুচ্ছি না । কুকুরটিকে নিয়ে না গেলে আরও মানুষ আক্রান্ত হতে পারেন । তাই আমাদের দাবি অবিলম্বে কুকুরটিকে নিয়ে যাক বনদপ্তর ।’
কুকুরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য বনদপ্তরে খবর দেয় গ্রামবাসীরা । যদিও এদিন বিকেল পর্যন্ত বনদপ্তরের কর্মীদের গ্রামে দেখা যায়নি বলে জানা গেছে ।।