এইদিন ওয়েবডেস্ক,যশোর,২৯ মার্চ : বাংলাদেশে ফের সংখ্যাগরিষ্ঠ মুসলিম যুবকদের অত্যাচারের শিকার হল এক হিন্দু কিশোরী । এবারে প্রতিবেশী মুসলিম যুবকদের ইভটিজিংয়ে অতিষ্ট হয়ে লজ্জায়, অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হল ১৩ বছরের ওই মেয়েটি । ঘটনাটি ঘটেছে সোমবার(২৭ মার্চ২০২৩) বাংলাদেশের যশোরের ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকায় । নিহত কিশোরী নাম অনি রায় । সে ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল । ঘটনার প্রতিবাদে এবং সাকিব নামে এক যুবকসহ ৩ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে ওই দিন বিকেল ৩ টে থেকে যশোর- বেনাপোল মহাসড়ক অবরোধ করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন । যদিও বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে ।
বাংলাদেশের মিডিয়া রিপোর্টে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার হাসপাতাল রোড মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা গৌতম রায়ের মেয়ে অনি রায় ।গৌতমবাবু কর্মসূত্রে কুয়েতে থাকেন । অনির স্কুল ও টিউশনে যাতায়তের পথে সাকিবসহ কয়েকজন মুসলিম যুবক তাকে প্রায় দিনই ইভটিজিং করত বলে অভিযোগ । ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার স্কুলের কোচিং শেষ করে বাড়ি ফিরছিল অনি । সেই সময় সাকিব এবং আরো দুই মুসলিম যুবক ওই কিশোরীকে ইভটিজিং করতে শুরু করে । নিজের সম্ভ্রম বাঁচাতে দৌড়ে স্কুলের একটি ঘরে ঢুকে পড়ে ওই ছোট্ট মেয়েটি । কিন্তু তার পিছু ধাওয়া করে তিন যুবক । তারপর ঘরের দরজা বন্ধ করে মেয়েটিকে মারধরের পাশাপাশি নিগ্রহ করে ওই তিন দুষ্কৃতী । নিহত কিশোরীর দাদা অর্ঘ্য রায় জানিয়েছে, তার বোনকে তাড়া করার পর থেকে বাকি ঘটনার ভিডিও রেকর্ড করে রেখেছিল কেউ । পরে তিনি ভিডিওটতে দেখেন স্কুলের ঘর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেড়িয়ে আসছে তার বোন । তার বোনকে খুব উদভ্রান্ত দেখাচ্ছিল বলে জানিয়েছেন তিনি ।
জানা গেছে,ঘটনার পর কোনো রকমকে বাড়ি ফিরে আসে ওই হিন্দু কিশোরী । তারপর সে বাড়ির সকলের নজর এড়িয়ে বাড়ির একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে গলায় মায়ের শাড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ৷ পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে দরজা ভেঙে মেয়েটিকে উদ্ধার করে তড়িঘড়ি ঝিকরগাছা উপজেলার হাসপাতালে নিয়ে যায় । কিন্তু শেষ রক্ষা হয়নি ।
এদিকে এই ঘটনার পর তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষদের মধ্যে । তবে হিন্দু মেয়েদের অপহরণ, ধর্ষণ, লাভ জিহাদের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করা নতুন কোনো ঘটনা নয় বাংলাদেশে । আর এই সবের পিছনে স্থানীয় কট্টরপন্থী মুসলিমদের প্রচ্ছন্ন মদতও থাকে । যে কারনে ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে কার্যত চোখ বন্ধ করে বসে থাকে শেখ হাসিনা সরকার ও তার প্রশাসন । ধর্মনিন্দার নামে হিন্দুদের ৭ থেকে ১০ বছরের জেলের সাজা দেওয়া হলেও হিন্দু মেয়েদের ধর্ষকরা রেহাই পেয়ে যায় বলে অভিযোগ ।।