এইদিন ওয়েবডেস্ক,চন্ডীগড়,২৯ মার্চ : বেশ কয়েকদিন ধরেই পাঞ্জাব পুলিশের সঙ্গে লুকোচুরি খেলছে খালিস্তান বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘ওয়ারিস পাঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিং (Amritpal Singh) । আর কোথাও পালানোর পথ খুঁজে না পেয়ে অমৃতপাল আত্মসমর্পণের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ । চলতি মাসের ১৮ তারিখে অমৃতপাল পাঞ্জাব পুলিশের হাত ফস্কে পালিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছিল । যদিও পরে ফের সে পাঞ্জাবেই ফিরে আসে । মঙ্গলবার মধ্যরাতে পাঞ্জাব পুলিশ অমৃতপালের গাড়িটিকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল । কিন্তু অভিযুক্তরা গাড়িটি ফেলে রেখে আশেপাশের গ্রামে গিয়ে আত্মগোপন করে । এখন ওই খালিস্তানপন্থী নেতার খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ । পুলিশের দাবি, অমৃতপাল সিং পুলিশের কাছে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। তবে তার আগে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার পরিকল্পনা রয়েছে তার ।
পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার মধ্যরাতের পরে মারনাইয়ানের কাছে ফাগওয়ারা – হোশিয়ারপুর হাইওয়েতে একটি ইনোভা গাড়িটিতে চড়ে অমৃতপালকে যেতে দেখে পুলিশ । পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করে । কিন্তু অমৃতপাল সিং তার ইনোভা গাড়িটি হোশিয়ারপুরের মারনিয়ান গ্রামের গুরুদ্বারে ফেলে রেখে সেখানকার মাঠে মাঠে ছুটে পালিয়ে যায় । পুলিশ গাড়িটি আটক করেছে এবং খালিস্তান নেতার সন্ধানে আশপাশের গ্রামগুলিতে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। পাশাপাশি আর যাতে সে কোথাও পালাতে না পারে তার জন্য রাস্তায় চেকপোস্ট ও ব্যারিকেড বসানো হয়েছে । এদিকে গোপন ঠিকানায় বসে বুধবার ইউটিউবে একটা ভিডিও বার্তা পোস্ট করেছে পলাতক অমৃতপাল সিং
। ওই ভিডিওতে সে পাঞ্জাবকে বাঁচাতে ইস্যু নিয়ে আলোচনা করার জন্য আকাল তখতের জথেদারকে সরবাদ খালসা (শিখদের মণ্ডলী) ডাকার অনুরোধ করেছে ।।