দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ মার্চ : রাস্তার পাশে লরি দাঁড় করিয়ে রেখে দোকানে খেতে যাওয়ার সময় এক লরি চালকের অন্তর্বাস থেকে ২০,২০০ টাকার বান্ডিল রাস্তায় পড়ে যায় । টাকা পড়ে যাওয়ার বিষয়টি তার নজরে এলে সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় থানার সঙ্গে যোগাযোগ করেন । পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সেই টাকা কুড়িয়ে নিয়ে যাওয়া ব্যক্তিকে চিহ্নিত করে টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ । পরে তা লরির চালকের হাতে তুলে দেওয়া হয় । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের । টাকা ফেরত পেয়ে কাটোয়া থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন লরিচালক সুমন্ত দে ।
জানা গেছে,মুর্শিদাবাদ জেলার বারোয়ান এলাকায় বাড়ি সুমন্ত দের । মঙ্গলবার সকালে তিনি লরি নিয়ে কাটোয়ার সিপাইদিঘির দিকে আসার সময় জাজিগ্রাম মোড়ের কাছে লরিটি দাড় করিয়ে একটি দোকানে টিফিন খেতে যাচ্ছিলেন । তার পরনে ছিল গেঞ্জি ও বারমুডা । আর অন্তর্বাসের পকেটের মধ্যেই রাখা ছিল লরি ভাড়ার ২০,২০০ টাকার বান্ডিল । দোকানে আসার পর সুমন্তবাবু বুঝতে পারেন কোনো ভাবে টাকার বান্ডিলটা পকেট থেকে পড়ে গেছে । প্রথমে তিনি রাস্তায় খোঁজাখুঁজির পাশাপাশি আশপাশের লোকজনদের এই বিষয়ে জিজ্ঞাসা করেন । পরে তিনি কাটোয়া থানার দ্বারস্থ হন ।
জানা গেছে,লরি চালকের কাছ থেকে বিষয়টি শোনার পর রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে থাকেন সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলরুমের দায়িত্বে থাকা এসআই স্নেহাশীষ চৌধুরী । তখনই তাঁর নজরে পড়ে এক সাইকেল আরোহী টাকার বান্ডিলটি কুড়িয়ে পকেটে ভরে চলে যাচ্ছে । পরে পুলিশ জানতে পারে সাইকেল আরোহীর বাড়ি বাড়ি কাটোয়া থানার কোশিগ্রামে । এরপর পুলিশ ওই ব্যক্তির বাড়ি থেকে লরিচালকের টাকা উদ্ধার করে আনে । আজ বুধবার তার হাতে হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দেয় পুলিশ ।
উল্লেখ্য,কাটোয়া থানার অন্তর্গত বিস্তীর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরায় কার্যত মুড়ে ফেলা হয়েছে । যে কারনে একদিকে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে গেছে, অন্যদিকে ছোট খাটো বিষয়ে পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ওই সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলি ।।