এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৯ মার্চ : এতদিন ইউপিআই ওয়ালেটের মাধ্যমে লেনদেনে কোনো অতিরিক্ত চার্জ দিতে হত না । কিন্তু এবার থেকে ইউপিআই ওয়ালেটের মাধ্যমে লেনদেন ব্যয়বহুল হতে চলেছে । ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ২,০০০ টাকার উপরে পেমেন্টের জন্য প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট (PPIs) এর মাধ্যমে করা প্রতিটি ইউপিআই লেনদেনের জন্য ১.১ শতাংশ বিনিময় ফি সুপারিশ করেছে । তবে সার্কুলারে বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পি ২ পি এবং পি ২ এম লেনদেনের মধ্যে পিপিআই ওয়ালেটের জন্য ইন্টারচেঞ্জ চার্জ বা বিনিময় ফি প্রযোজ্য নয় ।
কিন্তু যারা ইউপিআই ওয়ালেটের মাধ্যমে ব্যবসায়ীদের অর্থ প্রদান করেন তারা এর দ্বারা প্রভাবিত হবেন । তবে প্রিপেইড ওয়ালেটের মাধ্যমে একই ব্যাঙ্কে ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন বা ব্যক্তি-থেকে-ব্যবসায়ী লেনদেনের ক্ষেত্রে এই চার্জ প্রযোজ্য হবে না । উল্লেখ্য, কোনো লেনদেনের জন্য এক ব্যাঙ্ক অন্য ব্যাঙ্কের কাছে যে ফি নেওয়া হয় তাকে ইন্টারচেঞ্জ ফি বলে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,বিনিময় ফি এ ১ থেকে কার্যকর হবে এবং এনপিসিআই ও ইউপিআই পেমেন্ট সিস্টেম ম্যানেজমেন্ট সংস্থা দ্বারা চার্জ করা হবে। এই ফি চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে কার্যকর করা হতে পারে বলে খবর ।
সাম্প্রতিক সময়ে সারা দেশে ইউপিআই-এর জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে । এনপিসিআই-এর রিপোর্ট অনুযায়ী, ইউপিআই নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত লেনদেন চলতি বছরের জানুয়ারিতে ১.৩ শতাংশ (13 ) বৃদ্ধি পেয়েছে । যার আর্থিক মূল্য ১৩ লক্ষ কোটি টাকা । লেনদেনের সংখ্যাও ২.৬ শতাংশ বেড়েছে । গত বছর ইউপিআই লেনদেন হয়েছিল ৭,৪০০ কোটি । আর এই লেনদেনের পরিমান ছিল ১২৫.৯৪ লক্ষ কোটি টাকা ।।