এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৯ মার্চ : ‘রাহুল গান্ধী মনে করেন দেশ শাসন করা তাঁর জন্মগত অধিকার । কারণ তিনি একটি বিশেষ পরিবারে জন্মগ্রহণ করেছেন ।’ বুধবার এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । কংগ্রেসের শাসনকালে বিজেপি উপর হামলার বেশ কয়েকটি ঘটনা উল্লেখ করে রাহুল গান্ধীকে কটাক্ষ করে রেলমন্ত্রী বলেন, ‘প্রাক্তন কংগ্রেস সভাপতি মনে করেন যে সমস্ত প্রতিষ্ঠান তাঁর অধীনে রয়েছে। সে কারণেই তারা আদালতের আদেশ এবং পরবর্তীতে অন্যান্য অনগ্রসর শ্রেণীকে ‘অপমান’ করার জন্য অযোগ্য ঘোষণায় তিনি ক্ষুব্ধ । যেহেতু তিনি গান্ধী পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই তিনি মনে করেন শাসন করা তার জন্মগত অধিকার । তারা অধিকারের রাজনীতি করেন এবং নিজেদেরকে সংবিধান, আদালত ও সংসদের উর্ধ্বে মনে করেন ।’
কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ ক্ষমতায় থাকাকালীন রাহুল গান্ধী কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা পাস করা একটি অধ্যাদেশ ছিঁড়ে দেওয়ার কথা উল্লেখ করার পাশাপাশি সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন জাতীয় উপদেষ্টা পরিষদে ‘পিএমও সমান্তরাল’ উপস্থিতির বিরুদ্ধে কংগ্রেসকে আক্রমণ করেছেন রেলমন্ত্রী । তিনি কংগ্রেসসহ বিরোধী দলগুলিকে কটাক্ষ করে বলেন,’দুর্নীতিবাজদের একটাই লক্ষ্য,কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা । যে সরকার দেশের উন্নয়নের জন্য নতুন করে শক্তি নিয়ে কাজ করছে।’।