এইদিন ওয়েবডেস্ক,এথেন্স,২৯ মার্চ : সন্ত্রাসবাদী হামলা চালানোর আগেই পাকিস্থানের দুই জঙ্গিকে গ্রেফতার করেছে গ্রীকের পুলিশ । মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্স থেকে ওই দুই সন্ত্রাসবাদীকে গ্রেফতার করা হয় । ধৃতদের একজনের বয়স ২৭ বছর এবং অন্যজন ২৯ বছর বয়সী । তবে তাদের নাম প্রকাশ্যে আনা হয়নি । আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এথেন্সের একটি ইহুদি রেস্তোরাঁয় সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করেছিল ওই দুই যুবক । গ্রীক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে,’গ্রীক পুলিশ এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের সমন্বিত পদক্ষেপের পরে একটি সন্ত্রাসবাদী নেটওয়ার্ক যা বিদেশ থেকে গ্রীকের মাটিতে নির্বাচিত লক্ষ্যবস্তুতে আক্রমণ করার পরিকল্পনা করছিল তা ভেস্তে দেওয়া হয়েছে।’
রিপোর্টে জানা গেছে,ধৃত দু’জন পাকিস্তানের নাগরিক হলেও তাদের জন্ম ইরানে । মাস চারেক আগে তারা তুরস্ক হয়ে গ্রিসে গিয়েছিল । ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ দাবি করেছে যে ধৃতরা দেশের বাইরে একটি “ইরানি সন্ত্রাসবাদী” নেটওয়ার্কের জন্য কাজ করছে । একটি বিবৃতিতে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এই হামলাকে “নিরপেক্ষ” করার জন্য তার দেশের গুপ্তচর সংস্থার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে । ইসরায়েল বলেছে,বিদেশে ইসরায়েলি এবং ইহুদিদের উপর হামলা চালিয়ে সন্ত্রাসবাদকে প্রচার করার জন্য ইরানের আরেকটি অপপ্রচেষ্টা । উল্লেখ্য, এর আগেও বিশ্বের কিছু অংশে ইহুদিরা ইসলামি সন্ত্রাসবাদের শিকার হয়েছে ।।