এইদিন ওয়েবডেস্ক,চাঁদপুর(বাংলাদেশ),২৮ মার্চ : মুসলিম সম্প্রদায়ের কাছে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় । পবিত্র এই মাসটিতে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার মধ্য দিয়ে নিরম্বু উপবাস করেন ধর্মপ্রাণ মুসলিমরা । কিন্তু শ্রমজীবী মানুষের কাছে এত কঠোর কৃচ্ছসাধন করে কাজ চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে । এরকমই কয়েকজন শ্রমিক পেটে খিদে নিয়ে কাজ চালিয়ে যেতে না পেরে রোজা ভেঙে স্থানীয় একটি হিন্দু হোটেলে গিয়ে ভাত খেয়েছিলেন । কিন্তু তাদের এই অপরাধের জন্য যে বেদম মার খেতে হবে তা স্বপ্নেও কল্পনা করেননি তাঁরা ।
সদ্য গজিয়ে ওঠা ‘হেফাজতে রমজান’ নামে একটি গোষ্ঠীর কট্টরপন্থী মুসলিমরা ওই শ্রমিকরা হোটেল থেকে বেরিয়ে আসতে দেখেই তাদের ঘিরে ধরে ৷ গোষ্ঠীর সর্দার একটি প্লাস্টিকের ডান্ডা দিয়ে চাবকানোর পাশাপাশি ভাত খেয়ে আসা শ্রমিকদের প্রকাশ্যে কান ধরে ওঠবস করায় । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাঁদপুরের কচুয়ায় উপজেলায় । শুধু তাইই নয়,মুসলিম শ্রমিকদের ভাত খেতে দেওয়ার অপরাধে হিন্দু হোটেল মালিকদের শাসিয়ে আসে জিহাদিদের দল । সোমবারের দুপুরের ওই ঘটনার পর রোজার বাকি দিনগুলিতে কোনো মুসলিমকে ভাত খেতে দিলে দোকান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেয় তারা ।
বাংলাদেশের মিডিয়া রিপোর্টে জানা গেছে,কে ঠিকঠাক রোজা পালন করছে, আর কে করছে না তা নজর রাখার জন্য কচুয়া বাজার কমিটির মুসলিমরা ‘হেফাজতে রমজান’ নামে একটি দল গঠন করেছে । রমজান মাসে এলাকার মুসলিম হোটেলগুলি বন্ধ থাকলেও খোলা আছে হিন্দু হোটেলগুলি । ওই দলটি এলাকায় ঘুরে ঘুরে মূলত হিন্দু হোটেলগুলির পাশাপাশি স্থানীয় ছোটোখাটো কারখানার শ্রমিক, ভ্যান বা রিক্সা চালকসহ অনান্য শ্রমজীবি মানুষদের উপর কড়া নজর রাখছে । কাউকে রোজা পালন না করে খাবার খেতে দেখলেই শুরু হয় নির্যাতন । ফলে কচুয়া বাজারে কার্যত ত্রাসের সৃষ্টি করেছে ‘হেফাজতে রমজান’ নামে ওই দলটি ।
জানা গেছে,সোমবার দুপুরে কচুয়া বাজারে একটি ছোট কারখানায় কর্মরত ৫-৬ জন শ্রমিক খিদের জ্বালা সহ্য করতে না পেরে দুপুরে স্থানীয় এক হিন্দু হোটেলে ভাত খেতে গিয়েছিল । তারা ভাত খেয়ে বেড়িয়ে আসার পরেই ওই গোষ্ঠীর কোনো এক সদস্যের নজরে পড়ে যায় । সে দলের সর্দারসহ বাকিদের ডেকে আনে । তারপর শুরু হয় শ্রমিকদের উপর অমানবিক নির্যাতন । পরে হিন্দু হোটেল মালিককে গিয়ে দলটি শাসিয়ে আসে যে রমজান মাসে যেন কোনো মুসলিমকে তিনি খেতে না দেন । আর নিষেধ অমান্য করে খেতে দিলে পরিনতি ভয়ঙ্কর হবে বলেও তারা শাসিয়ে আসে । জানা গেছে, এই ঘটনার পর স্থানীয় হিন্দু হোটেল মালিকরা তাদের দোকানের সামনে ‘দয়া করে মুসলিম ভাইরা রমজানে এই দোকানে খেতে আসবেন না’ লেখা বোর্ড ঝুলিয়ে দিয়েছেন ।।