এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৮ মার্চ : প্যান-আধার লিঙ্কের সময়সীমা বাড়ালো আয়কর দপ্তর । চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও তা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে । এনিয়ে সময়সীমা পাঁচবার বাড়ানো হল । অর্থ মন্ত্রক বাধ্যতামূলক ভিত্তিতে প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করার পরামর্শ দিয়েছে। তা না হলে পয়লা জুলাই থেকে আর প্যান কার্ড কাজ করবে না বলে জানানো হয়েছে । সেক্ষেত্রে লেনদেন বন্ধ হওয়ার পাশাপাশি আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে গ্রাহকদের ৷ রিটার্নও ফেরত পাওয়া সম্ভব হবে না ।
এমনকি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা সম্ভবপর হবে না । এছাড়াও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে আইটি রিটার্ন দাখিল করা যাবে না। মেয়াদ শেষ হওয়ার পরে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করার জন্য বর্তমানে ১,০০০ টাকা করে জরিমানা দিতে হচ্ছে ।।