এইদিন ওয়েবডেস্ক,চাঁদপুর(বাংলাদেশ),২৮ মার্চ : সম্প্রতি একটা জায়গা কিনে বাড়ি নির্মাণের কাজ শুরু করার উদ্যোগ নিয়েছিল এক হিন্দু পরিবার । কিন্তু তাতে ঘোর আপত্তি ছিল মুসলিম প্রতিবেশীর। কিন্তু সেই আপত্তি অগ্রাহ্য করেই বাড়ি নির্মানের কাজ শুরু করে ওই পরিবারটি । তার জেরে দলবল নিয়ে ওই পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে মুসলিম প্রতিবেশীর বিরুদ্ধে । গত শনিবার (২৫ মার্চ ২০২৩) এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাঁদপুর-হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে । হামলায় গুরুতর আহত শ্যামল চন্দ্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি । এদিকে স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন শ্যামলবাবুর স্ত্রী শিপ্রা রানীদেবীও । হাসপাতালের একই বেডে স্বামীর সঙ্গে চিকিৎসাধীন রয়েছেন ওই গৃহবধূও । এই ঘটনার পর অভিযুক্ত লনি মিয়া ফকিরসহ তার দলবলের বিরুদ্ধে স্থানীয় হাইমচর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত পরিবারটি । যদিও এদিন মঙ্গলবার পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে।
জানা গেছে,বাড়ি নির্মানের জন্য সম্প্রতি কয়েক কাঠা পরিমান জায়গা কিনেছিলেন চরভৈরবী ইউনিয়নের বাসিন্দা শ্যামল চন্দ্র । কিন্তু ওই জায়গার উপর লোভ ছিল শ্যামলবাবুর প্রতিবেশী এলাকার প্রভাবশালী বলে পরিচিত লনি মিয়া ফকিরের । জায়গা কেনা নিয়ে কথাবার্তা চলার সময় থেকেই ব্যাগড়া দেওয়ার চেষ্টা করছিল লনি মিয়া । কিন্তু জায়গার মালিক তাকে না দিয়ে শ্যামলবাবুকেই জায়গাটি বিক্রি করে । আর তারপর থেকেই শ্যামলবাবুদের উপর যত রোষ গিয়ে পড়ে লনি মিয়াদের ।
জানা গেছে,গত শনিবার শ্যামলবাবুর বাড়ি নির্মানের প্রাথমিক কাজ শুরু করতেই লনি মিয়া ফকির ও তার পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে শ্যামলবাবুর উপর হামলা চালায় । এদিকে স্বামীকে ব্যাপক মারধর করা হচ্ছে দেখে তাঁকে বাঁচাতে ছুটে আসেন শিপ্রাদেবী । হামলাকারীরা তাঁকেও ব্যাপক মারধর করে । হামলার সময় তাদেরকে এলাকা ছাড়া করার হুমকি দেখায় লনি মিয়া । এরপর হামলাকারীরা পালিয়ে গেলে পরিবারের বাকি লোকজন আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্যামলবাবু ও তাঁর স্ত্রী শিপ্রাদেবী বলেন,’বাড়ি করবো বলে টাকা দিয়ে জায়গাটা কিনেছি । অথছ সেই কেনা জায়গার দখল নিতে দিচ্ছে না লনি মিয়ারা । আমরা বিষয়টি স্থানীয় ব্যক্তিদেরও জানিয়েছি । কিন্তু কোনও সুরাহা হয়নি ।’ দম্পতি বলেন,’আমরা অসহায় বলে কি এর কোন বিচার হবে না? ওরা আমাদের প্রকাশ্যে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে । এমনকি প্রাণে মেরে ফেলা হবে বলেও শাসাচ্ছে। ফলে আমরা খুব আতঙ্কের মধ্যে আছি ।’ যদিও অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেনি অভিযুক্ত লনি মিয়ারা।।
তথ্য ও ছবি : সোজাসাপটা ।