এইদিন ওয়েবডেস্ক,রিয়াধ,২৮ মার্চ : সৌদি আরবে ওমরাহ তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ২০ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে ।ঘটনাটি ঘটেছে সোমবার সৌদি আরবের আসির প্রদেশের রাজধানী শহর আভাতে । সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি আল-আখবারিয়া জানিয়েছে,সোমবার তীর্থযাত্রীদের বহনকারী বাসটি আভা শহরের একটি সেতুর উপর দিয়ে যাওয়ায় সময় নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড ওয়ালে ধাক্কা দেয় । সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায় । জীবন্ত দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত হয় ২০ জনের । আহত ও অগ্নিদগ্ধ হয় আরও ২৯ জন যাত্রী । তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
প্রতিবেদন অনুযায়ী,তীর্থযাত্রীদের নিয়ে মক্কায় যাচ্ছিল বাসটি । দূর্ঘটনার শিকাররা সৌদি আরবের পাশাপাশি বিভিন্ন দেশের নাগরিক । দূর্ঘটনার কারন হিসাবে বাসটির যান্ত্রিক গোলযোগের কথা জানিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ । এর আগেও সৌদি আরবে হজের সময় একই ধরনের ঘটনা ঘটেছে । উল্লেখ্য, হজ ওমরাহ বছরের যে কোনো সময়ে করা যেতে পারে, তবে অনেকেই পবিত্র রমজান মাসে তা পালন করতে পছন্দ করেন ।।