এইদিন ওয়েবডেস্ক,ন্যাশভিল,২৮ মার্চ : সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের একটি বেসরকারি খ্রিস্টান স্কুলে একজন বন্দুকধারী জৈবিক মহিলার (biological female) হামলায় ৩ জন শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে । হামলাকারীকে পুলিশ অড্রে হেল (Audrey Hale) হিসাবে চিহ্নিত করেছে । ন্যাশভিলের বাসিন্দা ২৮ বর্ষীয় হেল ওই খ্রিস্টান স্কুলে পড়াশোনা করেছিলেন । সোমবার স্কুল চলাকালীন সে দুটি অ্যাসল্ট রাইফেল এবং একটি পিস্তল নিয়ে স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । ঘটনাস্থলেও মৃত্যু হয় ৩ শিশু এবং স্কুলের ৩ জন কর্মীর । পরে পুলিশ হামলাকারীকে গুলি করে মেরে ফেলে ।
এদিকে প্রথমে হামলাকারীর লিঙ্গ নির্ধারণ করতে করতে পারেনি মার্কিন পুলিশ । পরে সোমবার বিকেল নাগাদ পুলিশ জানায় হামলাকারী অড্রে হেল আদপে একজন হিজড়া পুরুষ । কর্মকর্তারা প্রাথমিকভাবে শ্যুটারের লিঙ্গকে ভুল শনাক্ত করেছিলেন । এদিকে পুলিশের এই বিবৃতির পরেই মার্কিন পুলিশের দিকে একের পর এক সমালোচনা ধেয়ে আসে । জানা গেছে,প্রেসবিটারিয়ান স্কুল দ্য কভেন্যান্ট নামে ন্যাশভিলের ওই বেসরকারি খ্রিস্টান স্কুলে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত প্রায় ২০০ জন শিক্ষার্থী রয়েছে ।
আমেরিকায় বন্দুকবাজের হামলা এই প্রথম নয় । গত বছরে টেক্সাসের উভালদেতে একটি প্রাথমিক বিদ্যালয়ে গনহত্যা ঘটিয়েছিল এক বন্দুকবাজ । ভার্জিনিয়ায় এক ছাত্র তার শিক্ষককে গুলি করে মেরে ফেলে । গত সপ্তাহে ডেনভারে বন্দুকবাজের গুলিতে দুই প্রশাসনিক কর্মকর্তা আহত হয়েছেন । লাগাতার এই হামলার পর আমেরিকার বন্দুক সংস্কৃতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে ।।