এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৭ মার্চ : আজ সোমবার দুপুরে তালিবানের বিদেশ মন্ত্রালয়ের কাছে আফগানিস্তানের কাবুল শহরের দ্বিতীয় নিরাপত্তা জেলার মালিক আসগর মোড়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে । এই হামলায় ৩ তালিবান জঙ্গি,এক শিশুসহ ৬ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছে অন্তত আরও ১২ জন । হামলার ঘটনার পর কাবুল পুলিশ কমান্ডের মুখপাত্র খালিদ জাদারান বলেছেন যে কাবুলে তালিবান যোদ্ধাদের একটি পোস্টে আত্মঘাতী হামলায় তিন তালিবান সহ ছয়জন সাধারণ মানুষ নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছে । তিনি আরও জানান, কাবুলের মালিক আসগর মোড়ের কাছে একটি চেকপয়েন্টে বিস্ফোরণ ঘটে এবং আত্মঘাতী বোমা হামলাকারী লক্ষ্যে পৌঁছানোর আগেই বিস্ফোরণটি ঘটে যায় ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তালিবানের বিদেশ বিষয়ক এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মীরা মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের স্থানটি কাবুল শহরের একটি জনবহুল এলাকা, যেখানে দাউদজি এবং গুলবাহার ব্যবসা কেন্দ্র রয়েছে । কাবুলের জরুরি স্বাস্থ্য বিভাগ ঘোষণা করেছে যে বিস্ফোরণের পর দুটি মৃতদেহ,একটি শিশুসহ ১২ জন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে কাবুলে বিদেশ মন্ত্রণালয়ের কাছে বিস্ফোরণের ফলে মন্ত্রণালয়ের কয়েক ডজন লোক হতাহত হয় । আইএসআইএস খোরাসান শাখা ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করে ৷।