এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলম,২৭ মার্চ : পুদুচেরির বিজেপি নেতা সেন্থিল কুমারানকে(Senthil Kumaran,42) শিরোচ্ছেদ করে খুন করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা । রবিবার রাত্রি ৯ টা নাগাদ ভিলিয়ানুর-পুদুচেরি সড়ক পথের পাশে একটি চায়ের স্টলে বিজেপি কর্মীদের সঙ্গে চা পান করছিলেন সেন্থিল । সেই সময় ৩ টি মোটরসাইকেলে চড়ে আসে ৭ জন দুষ্কৃতী । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন দুষ্কৃতী সেন্থিল কুমারানের দিকে প্রথমে পরপর দুটি দেশি বোমা নিক্ষেপ করে । তারপর আরও ৩ দুষ্কৃতী চায়ের দোকানে ছুটে এসে সেন্থিলকে শিরোচ্ছেদ করার পর ফের মোটরসাইকেলে চড়ে পালিয়ে যায় । তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয় ।
জানা গেছে,সেন্থিল কুমারন পুদুচেরির মঙ্গলম আসনের বিজেপি ইনচার্জ ছিলেন । তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীও ছিলেন । প্রাথমিকভাবে মনে হচ্ছে সেন্থিল কুমারনকে হত্যার পিছনে রাজনৈতিক বা ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে । আততায়ীদের ধরতে পুলিশ ৪ টি দল গঠন করেছে । চায়ের দোকানের আশেপাশের ভিডিও ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।
সেন্থিল কুমারন পুদুচেরির স্বরাষ্ট্রমন্ত্রী নামাচিভায়ামের দূর সম্পর্কের আত্মীয় । সেন্থিল আগে কংগ্রেসে ছিলেন। পরে তিনি নামচিভায়মের হাত ধরে বিজেপিতেও যোগ দেন । তাঁর বাড়িতে আছেন স্ত্রী পুনীথা,এক মেয়ে কনিষ্ক (১৭) এবং এক ছেলে কিশান কুমারন (১৬) । রবিবার রাতে বিজেপি নেতা সেন্থিল কুমারন খুনের ঘটনার কথা চাওড় হতেই প্রায় পাঁচ শতাধিক মানুষ ঘটনাস্থলে এসে ভিড় জমান । ছুটে আসেন এডিজিপি আনন্দ মোহনসহ পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা । পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঠিরগাম সরকারি হাসপাতালে পাঠানো হয় ।।