এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৭ মার্চ : আধার-প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩১ মার্চ ২০২৩ । এই সময়ের মধ্যে যারা আধারের সাথে প্যান লিঙ্ক করেননি তাদের প্যান নম্বর নিষ্ক্রিয় করে দেওয়া হবে । আর তার ফলে আইটি রিটার্নের ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে তাদের । সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) সার্কুলার অনুসারে, কেউ তার নিষ্ক্রিয় প্যান দিয়ে আইটি রিটার্ন ফাইল করতে পারবেন না । মুলতুবি রিটার্ন প্রক্রিয়া করা হবে না, যে কারনে মুলতুবি ফেরত পাওয়া যাবে না। ২০২২ সালের ৩১ মার্চের আগে পর্যন্ত আধার-প্যান লিঙ্কিং বিনামূল্যে ছিল । কিন্তু তারপর ৫০০ টাকা করে জরিমানা করা হয় । ২০২২ সালের পয়লা জুলাই থেকে সেই জরিমানার পরিমান ১,০০০ টাকা করে দেওয়া হয়েছে ।
কিন্তু কিছু মানুষকে প্যান-আধার লিঙ্কিং থেকে ছাড় দেওয়া হয়েছে । তাদের জন্য প্যান-আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয় । সিবিডিটির বিজ্ঞপ্তি ২০১৭ অনুযায়ী নিম্নলিখিত ধরনের ব্যক্তিদের জন্য প্যান-আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয়।
১) আসাম, জম্মু-কাশ্মীর, মেঘালয়ের বাসিন্দাদের জন্য আধার-প্যান লিঙ্ক বাধ্যতামূলক নয়।
২) আয়কর আইন ১৯৬১ অনুযায়ী অনাবাসী ভারতীয় (NRI)-এর জন্য আধার-প্যান লিঙ্কেজ বাধ্যতামূলক নয় ।
৩) যারা গত বছরে ৮০ বছর বা তার বেশি বয়স পূর্ণ করেছেন এই ধরনের ব্যক্তিদের আধার-প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক নয় ।
৪) ভারতের অ-নাগরিকদের জন্য প্যান-আধার সংযোগ বাধ্যতামূলক নয় ।।