এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৭ মার্চ : ‘জম্মু ও কাশ্মীরের সম্পদের উপর অধিকার শুধুমাত্র সেখানকার জনগনের । আমাদের দল জম্মু ও কাশ্মীরে ক্ষমতায় এলে কোনো বহিরাগতকে জমি কিনতে দেবো না ।’ রবিবার এমনই মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির (ডিপিএপি) চেয়ারম্যান গুলাম নবী আজাদ । শুধু তাইই নয়, বহিরাগতরা যাতে জম্মু-কাশ্মীরে জমি কিনতে না পারে তার জন্য বিধানসভায় আইন পাস করবেন বলে জানিয়েছেন তিনি । তবে বাস্তুচ্যুত কাশ্মীরি পন্ডিতদের পূনর্বাসনের বিষয়ে মুখ খোলেননি সদ্য কংগ্রেস ত্যাগী এই বর্ষীয়ান নেতা ।
রবিবার কাঠুয়া জেলার বার্নোটিতে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন গুলাম নবী আজাদ । ভাষণে তিনি বলেন,’জম্মু-কাশ্মীরের যুবকদের জন্য প্রচুর কাজের সুযোগ তৈরির বড় দাবি করা হয়েছিল । কিন্তু প্রশাসন বেকার যুবকদের কাজ দিতে ব্যর্থ হয়েছে । উলটে সাধারণ মানুষের কাছ থেকে জমি কেড়ে নেওয়া হচ্ছে ।’ তার কথায়,’জমি মানুষের জন্য, সেটাই যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে তাদের কি লাভ হবে ? জীবিকা কেড়ে নেওয়ার অধিকার কোনো সরকারের নেই, বরং তাদের আরও অর্থনৈতিক সুযোগ দেওয়া উচিত ।’ জম্মু-কাশ্মীরের জনগণকে জমি থেকে উচ্ছেদ করা,সম্পত্তির কর আরোপ করা এবং বহিরাগতদের জমি কেনার সূযোগ করে দেওয়াকে সরকারের ‘জনবিরোধী সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেছেন আজাদ ।
তিনি বলেন, ‘আমাদের দল ক্ষমতায় এলে স্থানীয় জনগণের চাকরি ও জমি রক্ষা নিশ্চিত করব। আমরা রাজ্য বিধানসভায় আইন পাশ করব যাতে বহিরাগতদের এখানে জমি ক্রয় করতে না পারে, স্থানীয় বাসিন্দাদের চাকরির অধিকারে বাধার সৃষ্টি না করতে পারে ।’।