এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৬ মার্চ : মেয়েদের স্কুল খোলার দাবিতে আন্দোলনকারী তিন মহিলাকে গ্রেফতার করল তালিবান । গ্রেফতার তিন মহিলার নাম মালালি হাশেমি, রুকিয়া সাই এবং ফাতেমেহ মোহাম্মদী । তাদের বাড়ি কাবুলের শহরের পশ্চিমে দাশত বারচি এলাকায় । রবিবার ভোর ৬ টা নাগাদ তালিবান জঙ্গিরা তিন মহিলার বাড়িতে ঢুকে তাদের ঘর থেকে টেনে বের করে নিয়ে যায় । সূত্রের খবর, ওই তিন প্রতিবাদী মহিলাকে কাবুল শহরের ১৩ তম জেলায় নিয়ে গেছে তালিবানরা । যদিও তালিবানের তরফ থেকে এই গ্রেফতারির বিষয়ে কিছু জানানো হয়নি ।
কাবুলে বালিকা বিদ্যালয়গুলি চিরতরে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বেশ কয়েকজন আফগান মহিলা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন । আর তারপরেই তাদের ব্যাপক ধরপাকড় শুরু করে দিয়েছে তালিবান জঙ্গিরা । প্রসঙ্গত,আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই মহিলাদের উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে তালিবান । ষষ্ঠ শ্রেণির উর্ধে মহিলাদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে । এমনকি মহিলারা বাইরে কোথাও গেলে আপাদমস্তক বোরখা এবং সঙ্গে পরিবারের একজন পুরুষ সদস্য থাকা বাধ্যতামূলক করা হয়েছে । এক কথায় আফগান মহিলাদের জীবনকে কার্যত নরকে পরিনত করে দিয়েছে তালিবানরা ।।