এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ মার্চ : হাতে আর দিন তিনেক সময় । শুরু হবে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া । এদিকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পূর্ব বর্ধমানের কাটোয়া বিধানসভার আসনটিতে কে লড়াই করবে সেটাই এখনও অনিশ্চিত ৷ ফলে বিজেপি, তৃণমূলের থেকে প্রচারে পিছিয়ে পড়তে হচ্ছে সংযুক্ত মোর্চাকে । যদিও প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে ইতিমধ্যে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে সিপিএমের কর্মীরা । এর বেশি তাঁরা সেভাবে প্রচারের ময়দানে নামতে পারছেন না । একই অবস্থা কংগ্রেস কর্মীদেরও । ভোটের প্রচারে নামার ইচ্ছা থাকলেও তাঁদের কার্যত হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে । আর এর ফলে বাম ও কংগ্রেস কর্মীদের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে । যদিও কংগ্রেসের কাটোয়া মহকুমা কমিটির সভাপতি জগদীশ দত্ত বলেন, ‘খুব দ্রুত প্রার্থীর নাম ঘোষনা হয়ে যাবে ।’
বেশ কিছু দিন আগেই পূর্ব বর্ধমান জেলার বিধানসভাগুলিতে প্রার্থীদের নাম ঘোষনা করেছিল তৃণমূল কংগ্রেস । তার কিছু দিন পরেই বিজেপি তার প্রার্থীদের নাম ঘোষনা করে । ইতিমধ্যে বিজেপি, তৃণমূল জোর কদমে নেমে পড়েছে ভোটের প্রচারে । কিন্তু কাটোয়া বিধানসভাতে সেভাবে প্রচারে দেখা যাচ্ছে না সংযুক্ত মোর্চার কোনও দলকেই । তবে সম্প্রতি সিপিএম কর্মীরা কাটোয়া,দাঁইহাট প্রভৃতি এলাকাতে দেওয়াল লিখন শুরু করে দিয়েছে । সেখানে দলীয় প্রতীক থাকলেও প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে দেওয়া হয়েছে । কোথাও কোথাও আবার সিপিএম ও কংগ্রেস উভয়ের দলীয় প্রতীক আঁকা হচ্ছে । কাটোয়ায় প্রার্থীর নাম ঘোষণা নিয়ে এই দোদুল্যমান অবস্থা ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করছেন সিপিএম ও কংগ্রেস উভয় দলের নিচুতলার কর্মীরা ।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলার সিপিএমের জেলা কমিটির সম্পাদক অচ্যিন্ত মল্লিক বলেন, ‘প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় অসুবিধা তো হচ্ছেই । তবুও আমরা দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলছি। কর্মীদের মনেও অসন্তোষ তৈরি হচ্ছে। কর্মীদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে ।’।