এইদিন ওয়েবডেস্ক,পিরোজপুর(বাংলাদেশ),২৫ মার্চ : স্কুল থেকে বাড়ি ফিরছিলেন এক শিক্ষিকা । তাঁর পিছু নিয়েছিল এক ছিনতাইবাজ দম্পতি । স্বামী প্রথমে শিক্ষিকার নাকে চেতনানাশক ওষুধ মেশানো রুমাল চেপে ধরে । ওষুধের জেরে অল্প কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন ওই শিক্ষিকা । এদিকে ছিনতাইবাজ স্বামী সেই রুমাল দিয়েই নিজের মুখের ঘাম মুছতে গিয়ে নিজেই অচেতন হয়ে যায় । তাতেও থেমে থাকেনি তার স্ত্রী । ছিনতাইবাজ মহিলা শিক্ষিকার সর্বস্ব নিয়ে দু’জনকে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে পালিয়ে যায় । যদিও পরে ছিনতাইবাজ দম্পতিকে গ্রেফতার করে পুলিশ । উদ্ধার হয় ছিনতাই হওয়া সামগ্রী । ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পিরোজপুরের ভান্ডারিয়া ডাকঘরের সামনের সড়ক পথে । ধৃতরা হল হৃদয় হাওলাদার মিরাজ ও তার স্ত্রী ফরিদা বেগম । তাদের বাড়ি উপজেলার পশ্চিম পশারী বুনিয়া গ্রামে । ছিনতাইবাজ দম্পতির খপ্পরে পড়া শিক্ষিকার নাম মনিকা রাণী মন্ডল । তিনি উত্তর পশ্চিম ধাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ।
জানা গেছে,ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে । মনিকা রাণী মন্ডল তখন ভান্ডারিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন । তিনি ডাকঘরের সামনের সড়কে পৌঁছলে তার পিছু নেয় ছিনতাইকারী হৃদয় হাওলাদার মিরাজ ও তার স্ত্রী ফরিদা বেগম ।মিরাজের কাছেই ছিল চেতনানাশক ওষুধ মেশানো একটি রুমাল । সে মনিকাদেবীর পিছু দিয়ে গিয়ে ওই রুমালটি তার মুখে চেপে ধরে । কয়েক সেকেন্ডের মধ্যে অচেতন অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন মনিকাদেবী । তখন ছিনতাইবাজ দম্পত্তি তার সোনার গহনা ও টাকা পয়সা পকেটস্থ করতে শুরু করে । এদিকে ধস্তাধস্তির জেরে ঘেমে গিয়েছিল মিরাজ । তাড়াহুড়োর মাথায় সে ভুল করে চেতনানাশক ওষুধ মেশানো রুমালটা দিয়েই মুখের ঘাম মুছতে থাকে । কিন্তু ফলে ওষুধের প্রতিক্রিয়ায় সে নিজেও অচেতন হয়ে পড়ে রাস্তায় লুটিয়ে পড়ে । তাতেও থেমে থাকেনি ফরিদা বেগম । ওই ছিনতাইবাজ মহিলা মনিকাদেবীর দুটি সোনার কানের দুল, নগদ ১৯,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন বগলদাবা করে চম্পট দেয় ।
এদিকে দু’জনকে রাস্তার মধ্যে মধ্যে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
রাতের দিকে শিক্ষিকার জ্ঞান ফিরলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাইকারী চিনতে পেরে থানায় ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে হৃদয় হাওলাদার মিরাজকে গ্রেপ্তার করে । তারপর তার দেওয়া ঠিকানায় হানা দিয়ে মিরাজের স্ত্রী ফরিদা বেগমকে পাকড়াও করে পুলিশ । তার কাছ থেকে উদ্ধার হয় ছিনতাই হওয়া সামগ্রী । শনিবার ধৃতদের আদালতে তোলা হলে পিরোজপুর জেল হাজতে পাঠানো হয় ।।