প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২১ মার্চ : সড়কপথে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে বেপরোয়া গতির অপর একটি ডাম্পার ধাক্কা মারায় মৃত্যু হল ডাম্পারের খালাসীর । জখম হয়েছেন ডাম্পারের চালক । রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা-কাটোয়া রোডে পূর্বস্থলী থানার বড়গাছি এলাকায় ।পুলিশ জানিয়েছে, মৃত খালাসীর নাম জাকির হোসেন(৩৬)। মুর্শিদাবাদ জেলার খড়গাঁ থানার মুরচা এলাকায় তার বাড়ি ।জখম ডাম্পার চালক প্রসেনজিৎ বাগদি একই জেলার বাসিন্দা । দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে পূর্বস্থলী হাসপাতালে ভর্তি করা হয় ।ময়নাতদন্তের জন্য এদিনই খালাসীর মৃতদেহ পাঠানো হয় কালনা মহকুমা হাসপাতাল পুলিশ মর্গে । দুর্ঘটনাগ্রস্ত দুটি ডাম্পার আটক করে পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গিয়েছে ,চাকা পাংচার হয়ে যাওয়ার কারণে এদিন সকালে
পূর্বস্থলীর বড়গাছি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি পাথর বোঝাই ডাম্পার।
ওই সময়েই দ্রুতগতীতে কাটোয়ার দিক থেকে কালনার দিকে যাওয়া সময়ে পাথর বোঝাই অপর একটি ডাম্পার দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে । গতি বেশি থাকায় পিছনের ডাম্পারটির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়ে সামনের ডাম্পারের পিছনে চেপ্টে যায় । এমনটা দেখেই সামনের ডাম্পারের চালক ও খালাসী পালিয়ে যায় ।বিকট আওয়াজ শুনে স্থানীয়রা প্রথম ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছায় । দুমড়ে মুচড়ে যাওয়া ডাম্পারের চালককে কোনরকমে উদ্ধার করা গেলেও খালাসীকে উদ্ধার করা যাচ্ছিল না । পরে দুটি ক্রেন ও গ্যাস কাটার দিয়ে প্রায় তিন ঘন্টার চেষ্টায় ডাম্পারের দুমড়ে মুচড়ে যাওয়া অংশ কেটে খালাসীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পূর্বস্থলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে কিছু সময় পর খালাসীর মৃত্যু হয় ।।