এইদিন ওয়েবডেস্ক,পুরী,২৫ মার্চ : গত বুধবার ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে প্রার্থনা করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তার ঠিক কয়েক ঘন্টা পরেই জগন্নাথ মন্দিরে জোরপূর্বক প্রবেশের অভিযোগে গ্রেফতার হল মুর্শিদাবাদের বাসিন্দা ২৫ বছরের যুবক রহমান খান । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩) রাত্রি সাড়ে ৮ টা নাগাদ । প্রসঙ্গত,পুরীর জগন্নাথ মন্দিরের নিয়ম অনুযায়ী অহিন্দুদের মন্দিরে প্রবেশ নিষেধ । ধৃত যুবকের বিরুদ্ধে সেই নিয়ম লঙ্ঘন করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করেছে ওড়িশার পুলিশ ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,জগন্নাথ মন্দিরের দক্ষিণ দিকের গেটের নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে মন্দিরের ভিতরে ঢুকে পড়ে ওই যুবক ।পুলিশ অফিসাররা তার পেছনে দৌড়াতেই সে গম্বুজে উঠতে শুরু করেন । যদিও তার আগেই সে ধরা পড়ে যায় । এই সময় মন্দির কর্তৃপক্ষ দেব দর্শনের সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দেয়। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান,ধৃত রহমান খান মূল মন্দিরের চুড়ায় উঠে আত্মহত্যার পরিকল্পনা করেছিল । তবে পুলিশ তাকে আত্মহত্যার কারণ জানতে চাইলে সে কোনো সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেননি । ওড়িশা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সহায়তায় বিষয়টি তদন্ত করছে । রহমানের পরিবারকেও ঘটনার বিষয়ে জানানো হয়েছে । তবে ধৃত যুবকের মানসিক অসুস্থতার কোনো লক্ষ্মণ নেই বলে মনে করছে ওড়িশার পুলিশ । তাহলে কি উদ্দেশ্যে সে মন্দিরের চুড়ায় উঠে আত্মহত্যার চেষ্টা করছিল তা জানার জন্য ধৃত যুবকের জিজ্ঞাসাবাদ চলছে ।।