এইদিন ওয়েবডেস্ক,শারজা,২৫ মার্চ : শুক্রবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের শারজাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে আফগানিস্তান । পাকিস্থানের বিরুদ্ধে এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন আফগানিস্তানের মোহাম্মদ নবী । তিনি ৩৮ বলে ৩৮ রান করেন এবং নট আউট ছিলেন । ম্যাচের খেলার সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি । টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান । পাকিস্তান ২০ ওভারে সমস্ত উইকেট হারিয়ে ৯২ রান করতে সক্ষম হয় । পাকিস্তানের ইমাদ ওয়াসিম ১৮ রান করেন । বাকি খেলোয়াড়দের রান ২ থেকে ১২-এর মধ্যে ছিল ৷ আফগানিস্তানের মোহাম্মদ নবী, মুজিব রহমান ও ফজল হক ফারুকী দুটি করে উইকেট নেন । অধিনায়ক রশিদ খান একটি উইকেট পান এবং তিনি ১৫ রান করেন ।
প্রসঙ্গত,গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর এটাই ছিল পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ । এবারের বিশ্বকাপের আগে বাবর আজমকে নির্বাচকরা বিশ্রামে পাঠানোয় পাকিস্তানি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন শাদাব খান । শারজার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে । দ্বিতীয় খেলাটি হবে আগামী ২৬ শে মার্চ রবিবার এবং তৃতীয় খেলাটি ২৯ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে ।
আফগানিস্তান ও পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেটে তিনবার মুখোমুখি হয়েছে । তিন ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। শুক্রবার রাতের খেলা ছিল এই দুই দলের মধ্যে চতুর্থ খেলা ।।