দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৪ মার্চ : সামনে একটা বড়সড় রঙিন কাপড় পাতা । কাপড়ে আঁকা চিড়িতন,রুহিতন,হরতন,ইস্কাবন ও জোকার,বাদশার ছবি । রঙিন কাপড়ের চার দিকে চার ব্যক্তি বসে । তার মধ্যে লুঙ্গি পরিহিত এক ব্যক্তির হাতে একটি ওল্টানো কৌটো । মাঝে মধ্যেই তিনি কৌটটি চাদড়ে ঘষছেন আর সোজা উলটো করছেন । চার জনের মধ্যে চলছে দর কষাকষি । তাদের ঘিরে এক দল মানুষ অধীর আগ্রহে ওই কাপড়ের দিকে তাকিয়ে আছে । কালাম মল্লিক নামে জনৈক এক ব্যক্তি তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করে বলছেন, ‘আমাদের পঞ্চায়েতের উপপ্রধান পার্টি অফিসে বসে জুয়ো খেলা,মেয়ে এনে নাচানোর মত কীর্তিকালাপ করছেন । পার্টি এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না । আর এদের জন্যই পালিগ্রাম অঞ্চলে টিএমসি দলটা ভিত হারাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায় যেন এই বিষয়ে পদক্ষেপ নেন ।’
জানা গেছে,যে ভিডিওটি কালাম মল্লিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেটি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের পালিগ্রামে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের অভ্যন্তরের চিত্র । রঙিন কাপড়টি আদপে জুয়ার বোর্ড । বৃহস্পতিবার রাতে তৃণমূলের কার্যালয়ে বসেছিল জুয়ো খেলার আসর । আর সেখানে উপস্থিত থাকতে দেখা গেছে পালিগ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান শেখ মজনু ওরফে বুলেটকে । এদিকে ভিডিওটি প্রকাশ্যে আসার বড় তোলপাড় পড়ে গেছে পূর্ব বর্ধমান জেলা জুড়ে । এই বিষয়ে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন,’বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি । যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, পালিগ্রাম অঞ্চলের উনিয়া গ্রামে চৈত্র মাসের অমাবস্যায় শ্মশানকালী পুজো হয় । উনিয়া ফুটবল মাঠে মেলা বসে । যাত্রা,সঙ্গীতের অনুষ্ঠানের পাশাপাশি ওই মেলায় দেদার জুয়ো খেলা চলে বলে অভিযোগ । কয়েকদিন টানা প্রাকৃতিক দুর্যোগের কারনে আগে ভাগেই মেলা শুরু হয়ে যায় । মেলাতে যথারীতি জুয়ার আসরও বসে । এদিকে বুধবার রাতের দিকে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে জুয়ার বোর্ড গুটিয়ে কিছুটা পাশে তৃণমূল কংগ্রেসের পালিগ্রাম অঞ্চল কার্যালয়ে নিয়ে আসা হয় । তবে বৃষ্টি কমলে ঘন্টা দুয়েক পর জুয়ার বোর্ড ফের মেলা প্রাঙ্গনে নিয়ে এসে খেলা শুরু হয় । কিন্তু তারই মাঝে কেউ গোপনে তৃণমূল কার্যালয়ে জুয়া খেলার দৃশ্য নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখে । পরে সেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ।
যদিও দলীয় কার্যালয়ে জুয়া খেলার আসর বসানোর অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের উপ প্রধান শেখ মজনু ওরফে বুলেট । তার দাবি,’এসব রাজনৈতিক চক্রান্ত । আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে ।’।